Skip to main content

CPIML এর প্রতিবাদ সভা

 


একনজরে প্রতিবেদন:১১ই জুলাই কানানদী কৃষক বাজারে ধনেখালি ব্লকের পঞ্চায়েত নির্বাচন ও ভোটগণনাকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে এবং শাসকদলের এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবীতে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখালো cpiml এর হুগলী শাখা। এ প্রসঙ্গে নেতা সজল আধিকারী বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমতো প্রহসানে পরিণত করেছে একাধিক খুন ও জখমের রাজনীতির মধ্যে দিয়ে সন্ত্রাসপূর্ণ পরিবেশে যে ভোট সংগঠিত হয়েছে তা আদতে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে। তিনি মনে করেন এর শেষ হওয়া দরকার।  সজলবাবু দাবি করেন আগামী দিনে অন্য নির্বাচনে মানুষ নিশ্চয়ই এর সদুত্তর দেবেন।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।