Skip to main content

Posts

প্রগতিশীল মহিলা সমিতির সম্প্রীতি যাত্রা

  একনজরে প্রতিবেদন:যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আর এস এসের দাঙ্গা লাগানোর চক্রান্ত কে রুখে দিতে, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দুঃখজনক মৃত্যু কে কাজে লাগিয়ে বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি কে ধিক্কার জানিয়ে ও নারীদের ওপর ঘটে ধর্ষণ - হত্যায় পুলিশ প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়। আলিনগর থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে এই সম্প্রীতি যাত্রা শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাঙ্গা সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মিড ডে মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানান। রাজ্য নেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চুঁচুড়ায় দলের পক্ষে সুদর্শন বসু জানান ক্রমাগত সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় আমাদের পথে নামতে বাধ্য করেছে।

একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা

  একনজরে প্রতিবেদন:২৩ এপ্রিল একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল চন্দননগরের প্রাণকেন্দ্র স্ট্রান্ড রোডের আই এম এ হলে।মেলায় নতুনশতক মনকলম, বয়ন,বৈতালিক, মকটেল,পথের আলাপ সহ মোট ৩২ টি পত্রিকা অংশ গ্রহণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  তৃপ্তি সাঁতারা ,বিশ্বনাথ ব্যানার্জী ও গৌর বৈরাগী। মেলার মঞ্চ হাংরি আন্দোলনের প্রখ্যাত সাহিত্যিক সুভাষ ঘোষের নামে নামাঙ্কিত করা হয়,সুভাষ ঘোষকে স্মরণ করেন লেখক উজ্জ্বল ব্যানার্জী।অনুষ্ঠানের অন্যতম আয়োজক গল্পকার শীর্ষেন্দু দত্ত বলেন এটা আমাদের প্রথম প্রচেষ্টা,প্রথমবার এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন এটা দেখে ভালো লাগছে,তিনি আরও বলেন লিটল ম্যাগাজিন একমাত্র সাহিত্যধারা যা বহমানতা এবং ফেলে আসা দিনের সাহিত্যধারার মেলবন্ধন ঘটাতে সাহায্য করে, আর এই মেলবন্ধনই আগামীর সাহিত্য পথ প্রশস্ত করে। মেলায় কবিতা ও গল্প পাঠের আসর ছিল জমজমাট।প্রায় ৩০ জন কবি ও গল্পকার মেলায় পাঠে অংশ নেন।আজকের মেলায় মোট বিক্রি প্রায় ১২০০০ টাকা।প্রথম বছর এই বিক্রি বেশ সন্তোষজনক বলেই মত পোষণ করেন অংশগ্রহণকারী পত্রিকা সম্পাদকরা।

রেলের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে AICCTU র বিক্ষোভ সভা

  একনজরে প্রতিবেদন:চন্দননগরে রেল কর্তৃপক্ষ আগামী ৩ এপ্রিল থেকে রেলের জমিতে থাকা হকার উচ্ছেদের নোটিশ জারি করেছে। এই নোটিশের ফলে বহু হকারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কর্মহীন হবার আশঙ্কায় তারা।রেলের জমি বেসরকারীকরণের স্বার্থে এই উচ্ছেদের বিরুদ্ধে  AICCTU র পক্ষ থেকে আজ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উচ্ছেদের মুখে পড়া হকাররা এই বিক্ষোভ সভায় যোগ দেন ও তাদের যন্ত্রনার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন AICCTU  র রাজ্য সম্পাদক বাসুদেব বসু, জেলা নেতা প্রবীর হালদার, সুদর্শন বসু, ছোট দোকানদার প্রণতী সাহা,বটকৃষ্ণ দাস, কৌস্তভ সাহা প্রমুখ । এই উচ্ছেদ ও রেলের বেসরকারীকরণ রুখতে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান রাখা হয়। রেলের বেসরকারীকরণ রুখতে এই কর্মসূচিকে সংহতি জানিয়ে বার্তা পাঠান ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন ও এস সি এন্ড এস টি রেলওয়ে এমপ্লয়িজ এসোসিয়েশন।

একদিন সারাদিন কবিতার দিন

একনজরে প্রতিবেদন : আগামী ২৫ ফেব্রুয়ারি সমকাল ও বিবৃতি পত্রিকার ৫০ বছর উপলক্ষে সারাদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে ।দীর্ঘ প্রায় তিন দশক পর চুঁচুড়া শহরে এই উদ্যোগ গৃহীত হলো। প্রায় শতাধিক আমন্ত্রিত কবির কবিতা পাঠের মধ্যে দিয়ে পালিত হবে সারাদিন কবিতার দিন ।যেহেতু ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই সেই দিনকে স্মরণে রেখেই ২৫ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছে। চুঁচুড়া শহরের সংস্কৃতির প্রাণকেন্দ্র চুঁচুড়া রবীন্দ্রভবনে সকাল থেকে সন্ধ্যা অব্দি কবিতা পাঠের আসরে জেলা ও তৎসংলগ্ন জেলা গুলির কবিরা উপস্থিত থাকবেন। আজ পত্রিকা সমিতির এক সভা শেষে এ প্রসঙ্গে সমিতির পক্ষ থেকে গোপাল চাকী বলেন

ভিবজিওর এর চিত্র প্রদর্শনী

  একনজরে প্রতিবেদন:  শুরু হল দুদিন ব্যাপী ভিবজিওর এর চিত্র প্রদর্শনী। বিশিষ্ট চিত্রশিল্পী অরূপ রতন চৌধুরীর উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্রভবনের মুক্তমঞ্চে প্রদর্শিত হচ্ছে ২১ জন শিল্পীর মোট ৪৩ টি ছবি। বর্তমান প্রজন্মের বেশ কিছু শিল্পীর অন্য ধারার ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। মূলত অরূপ বাবুর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের কিছু শিল্পীর শিল্পকর্মই প্রদর্শিত হচ্ছে।অরূপবাবু বলেন শিল্পের অন্যতম একটি ধারা চিত্র শিল্প আর চিত্রশিল্পের মাধ্যমে বিশ্বের যে কোন মাধ্যমকেই তুলে ধরা সম্ভব তাই এই বিপুল সম্ভাবনাময় শিল্পকে এক ছাতার তলায় তুলে ধরার চেষ্টা হয়েছে। এ প্রসঙ্গে অরূপ বাবু বলেন -

AIDSO র প্রতিষ্ঠা দিবসে সভা চুঁচুড়ায়

  একনজরে প্রতিবেদন: ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের ধারায় ১৯৫৪ সালে ২৮শে ডিসেম্বর বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও র  প্রতিষ্ঠা হয়। আজ ৬৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীরা গুপ্তিপাড়া, বৈঁচি,সোমড়া বাজার ,রিষড়া,চরকৃষ্ণবাটি, তারকেশ্বর,নালিকুল সহ জেলার সমস্ত ইউনিটে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পথসভা করে ।পাশাপাশি চুঁচুড়া ও শ্রীরামপুরে ছাত্র সভা অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ও শ্রীরামপুরে বক্তব্য রাখেন যথাক্রমে রাজ্য কমিটির অফিস সম্পাদক কমরেড সম্পা সিরিন ও রাজ্য কমিটির সদস্য কমরেড সন্দীপন জানা। সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটির সহসভাপতি কমরেড সুভাষ দাস ও কমরেড কবিতা শিকারী। জেলার স্কুল কলেজ থেকে এই দুই সভায় ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে সমবেত হয়। সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০  ,শিক্ষায় পি পি পি মডেল ও মেডিক্যাল সহ  সরকারি স্কুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে সংগঠনের নেতা কর্মীরা। সভা শেষে শহরে মিছিল বের করে তারা।

এ আই সি সি টি ইউর ৫ম হুগলি জেলা সম্মেলন

  একনজরে প্রতিবেদন: গতকাল চুঁচড়ার চৌবে লজে সি পি আই ( এম এল ) লিবারেশন এর শ্রমিক সংগঠন এ আই সি সি টি ইউর ৫ম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধ গোন্দলপাড়া, এঙ্গাস  নর্থ শ্যামনগর জুট মিল, জয়শ্রী টেক্সটাইল, মিড ডে মিল ও নির্মাণ ক্ষেত্রের ১৫০ জন  শ্রমিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন । এ আই সি সি টি ইউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু ও সভাপতি অতনু চক্রবর্তী এই সম্মেলনে উপস্থিত ছিলেন। শ্রমকোড বাতিল , প্রকল্প ও নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, মর্যাদা বন্ধ কারখানা খোলা , নিয়োগে দুর্নীতি বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় । সম্মেলনের শেষে ঘড়ির মোড় অবধি মিছিলে পা মেলান প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

প্রথম দিনেই চরম উন্মাদনা হুগলি চুঁচুড়া বইমেলায়

  একনজরে প্রতিবেদন:শুরুর দিনেই হুগলী চুঁচুড়া বই মেলায় নজরকাড়া ভিড়। ৭৪ টি স্টল নিয়ে এবারের বইমেলা সজ্জিত। অন্যান্য বার যেখানে প্রথম দিন প্রকাশক ও বই বিক্রেতা স্টলে পেরেক মারতে ব্যস্ত থাকেন এবারে প্রথম দিন তারাই গুনে নিচ্ছেন টাকা। যুগ্ম সম্পাদক গোপাল চাকরির কথায় এ দৃশ্য আগে চুঁচুড়া বইমেলা কখনো দেখেনি। ঘন্টা বাজিয়ে ১৪ তম হুগলী চুঁচুড়া বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরী। এক প্রকাশক বলেন প্রথম দিনই বই বিক্রি হয়েছে প্রায় দেড় হাজার টাকার। প্রথম দিন থেকেই একাধিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।নাচ, আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে সমগ্র বইমেলার সন্ধ্যা ছিল জমজমাট।