একনজরে প্রতিবেদন: ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের ধারায় ১৯৫৪ সালে ২৮শে ডিসেম্বর বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও র প্রতিষ্ঠা হয়। আজ ৬৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীরা গুপ্তিপাড়া, বৈঁচি,সোমড়া বাজার ,রিষড়া,চরকৃষ্ণবাটি,
তারকেশ্বর,নালিকুল সহ জেলার সমস্ত ইউনিটে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পথসভা করে ।পাশাপাশি চুঁচুড়া ও শ্রীরামপুরে ছাত্র সভা অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ও শ্রীরামপুরে বক্তব্য রাখেন যথাক্রমে রাজ্য কমিটির অফিস সম্পাদক কমরেড সম্পা সিরিন ও রাজ্য কমিটির সদস্য কমরেড সন্দীপন জানা। সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটির সহসভাপতি কমরেড সুভাষ দাস ও কমরেড কবিতা শিকারী। জেলার স্কুল কলেজ থেকে এই দুই সভায় ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে সমবেত হয়। সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০ ,শিক্ষায় পি পি পি মডেল ও মেডিক্যাল সহ সরকারি স্কুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে সংগঠনের নেতা কর্মীরা। সভা শেষে শহরে মিছিল বের করে তারা।
Comments
Post a Comment