Skip to main content

AIDSO র প্রতিষ্ঠা দিবসে সভা চুঁচুড়ায়

 


একনজরে প্রতিবেদন: ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের ধারায় ১৯৫৪ সালে ২৮শে ডিসেম্বর বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও র  প্রতিষ্ঠা হয়। আজ ৬৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীরা গুপ্তিপাড়া, বৈঁচি,সোমড়া বাজার ,রিষড়া,চরকৃষ্ণবাটি,

তারকেশ্বর,নালিকুল সহ জেলার সমস্ত ইউনিটে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পথসভা করে ।পাশাপাশি চুঁচুড়া ও শ্রীরামপুরে ছাত্র সভা অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ও শ্রীরামপুরে বক্তব্য রাখেন যথাক্রমে রাজ্য কমিটির অফিস সম্পাদক কমরেড সম্পা সিরিন ও রাজ্য কমিটির সদস্য কমরেড সন্দীপন জানা। সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটির সহসভাপতি কমরেড সুভাষ দাস ও কমরেড কবিতা শিকারী। জেলার স্কুল কলেজ থেকে এই দুই সভায় ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে সমবেত হয়। সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০  ,শিক্ষায় পি পি পি মডেল ও মেডিক্যাল সহ  সরকারি স্কুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে সংগঠনের নেতা কর্মীরা। সভা শেষে শহরে মিছিল বের করে তারা।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।