একনজরে প্রতিবেদন:যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আর এস এসের দাঙ্গা লাগানোর চক্রান্ত কে রুখে দিতে, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দুঃখজনক মৃত্যু কে কাজে লাগিয়ে বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি কে ধিক্কার জানিয়ে ও নারীদের ওপর ঘটে ধর্ষণ - হত্যায় পুলিশ প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়। আলিনগর থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে এই সম্প্রীতি যাত্রা শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাঙ্গা সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মিড ডে মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানান। রাজ্য নেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চুঁচুড়ায় দলের পক্ষে সুদর্শন বসু জানান ক্রমাগত সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় আমাদের পথে নামতে বাধ্য করেছে।