Skip to main content

Posts

চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ রাস্তা বেহাল, দুর্ভোগে সাধারণ মানুষ

একনজরে প্রতিবেদন:  চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ ২৩ কিমি রাস্তার বেহাল চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়। কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার সংযোগকারী একমাত্র রাস্তা এটি। আবার এই রাস্তা দিয়েই আরামবাগ হয়ে বর্ধমান ও ঘাটাল যাওয়া যায়। ফলে এই রাস্তার গুরুত্ব অসীম। কিন্তু রাস্তার বেহাল দশায় পথচারীর প্রাণ ওষ্ঠাগত। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে লরি বাস বিভিন্ন অফিসের গাড়ি যাতায়াত করে।   জনৈক বাস চালক বলেন প্রতিদিন এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাতায়াত এর ফলে বাসের ক্ষতি হচ্ছে। রাস্তায় অনেক জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে কঙ্কালসার ছবি বেরিয়ে এসেছে। যদিও রাস্তা সম্প্রসারণের জন্য অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। হরিনখোলা ও মায়াপুর মোড়ে রাস্তার হাল শোচনীয়। প্রায় ছোটো বড় দুর্ঘটনা লেগেই আছে। এ প্রসঙ্গে আরামবাগের বিধয়াক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন লকডাউনের জন্য কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল। আগে ছোটো গর্তগুলো আমরা মেরামত করেছি। কিন্তু রাস্তার কাজ হবার জন্য অনেক জায়গা ভেঙে যাচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার, মানুষের অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে কত তাড়াতাড়ি এই রাস্তার শ্রীবৃদ্ধি হয় তাকিয়ে সবাই।

রাস্তায় আলু ফেলে আলুর মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিজেপির

নিজস্ব প্রতিনিধি:  আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালো চুঁচুড়ার বিজেপি কর্মী ও নেতারা। সুফল বাংলা বিপণিতে কম গুণগত মান সম্পন্ন আলু বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানান নেতারা।  এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন-আলু প্রতিদিনের খাদ্য সঙ্গী। এই ভাবে আলুর দাম বাড়লে সাধারণ মানুষের খাদ্য তালিকায় বদল করতে হবে, কিন্তু সেটা সম্ভব না, সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার।

লকডাউনে স্তব্ধ জেলা সদর : তৎপর প্রশাসনও, রইলো ভিডিও

লকডাউনে স্তব্ধ জেলা সদর : তৎপর প্রশাসনও

কবি ভারভারা রাও এর মুক্তির দাবীতে ঘড়ির মোড়ে পথসভা

নিজস্ব প্রতিনিধি: 'কবি ভারভারা রাও কে নিঃশর্তে মুক্তি দাও' এই দাবিতে AIPF এবং APDR এর পক্ষ থেকে চুঁঁচুড়া ঘড়ির মোড়ে আজ সকালে ( ১৬ জুলাই )  প্রতিবাদী কর্মসূচী পালিত হলো । স্বাভাবিকভাবেই ডাক্তার কাফিল খান , ভীমা-কোঁরেগাও মামলায় অভিযুক্ত ( BK11) , অখিল গগৈ , ক্যা ( CAA) বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে সরব হোন বক্তারা । সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কবির মৃত্যু' কবিতা পাঠ করেন বাচিক শিল্পী চন্দ্রানী ব্যানার্জি , বক্তব্য রাখার পর ভারভারা রাওকে নিয়ে নিজের লেখা পাঠ করেন 'যাছে তাই' পত্রিকার সম্পাদক শুভদীপ দে , আবৃত্তি করেন দেবাশিস রায় ।  দুই সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুঁচুড়ার দীর্ঘদিনের মানবাধিকার ও বাম আন্দোলনের সংগঠক সনৎ রায়চৌধুরী , অমল রায় , কমল দত্ত , সজল মাতব্বর , সোমনাথ বসু , মণিকেশ শীল , সংগ্রাম মল্লিক , কল্যাণ সেন , ভিয়েত ব্যানার্জি ,  সঞ্চালনা  করেন স্বপন মাতব্বর । অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত মানবাধিকার কর্মী শ্রীধর ভট্টাচার্যর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ডাকে মিছিল

  নিজস্ব প্রতিনিধি: সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে লক ডাউনে বিপর্যস্ত স্বনির্ভর গোষ্ঠির ঋণ মুকুবের দাবিতে , আমফানের ত্রাণ নিয়ে দলবাজি বন্ধ ও সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ হুগলি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । প্রশাসনের পক্ষ  থেকে বিষয়টি দেখবে বলে জানানো হয়েছে। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে যাওয়া হয় ।  কর্পোরেট পুঁজিপতিদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করা হয় অথচ গরিব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণ পরিশোধের জন্য হয়রানি করা হচ্ছে , সরকার নিশ্চুপ , এই প্রসঙ্গে সরব হন মহিলারা। সংগঠনের নেত্রী চৈতালি সেন বলেন অবিলম্বে এই নিয়ে সরকার  ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও জোরদার হবে  । আজকের এই কর্মসূচীতে পোলবা-দাদপুর , বলাগড় , পান্ডুয়া প্রভৃতি বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ।

আবারও ৫০টি পরিবারের পাশে "হুজুগে ফ্রেন্ডস"

জনবার্তা ডিজিটাল:  লকডাউন শেষ, আনলক ২.০ শুরু হয়ে গিয়েছে। মানজীবনের একাংশ ছন্দে ফিরলেও ছন্দে ফেরেনি রেল পরিষেবা। এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই একাধিক পরিবারের দিন গুজরান হয়। হকার থেকে শুরু করে ঝালমুড়ি বিক্রেতা, এরা সকলেই আজ কর্মহারা। তাই আজ এইরকম ৫০টি পরিবারের পাশে দাঁড়ালো "হুজুগে ফ্রেন্ডসরা"।  চাল, ডাল, মুড়ি, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজারের মতো নিত্যপ্রয়োজনীয়দ্রব্য তুলে দেওয়া হয় এই পরিবার গুলির হাতে। এপ্রসঙ্গে হুজুগের তরফে সৈকত দত্ত বলেন, আমাদের সাধ্যমতো আজ ৫০টি পরিবারের পাশে দাঁড়ালাম আমরা, আগামী কর্মসূচিতে আরও পঞ্চাশ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা।। হুজুগের পাশে দাঁড়াতে চাইলে :  CALL / PHONE PAY / GOOGLE PAY -  8910092861  ( SAIKAT DUTTA)

খেলোয়াড় ও শিল্পীদের পাশে CICC

নিজস্ব প্রতিনিধি: লকডাউন পরবর্তী সময়ে অনেক শিল্পী কাজ হারিয়েছেন। অনেকের কাজ বন্ধ। তারা জানেন না কবে ফিরতে পারবেন মঞ্চে। এই অবস্থায় চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেছে।  আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মনোজ মুখার্জি জানান একশ জন মানুষের হাতে মাসিক ১০০০ টাকা ভাতা তুলে দেবে সংগঠন। এর মধ্যে ৫০ জন শিল্পী ও ৫০ জন খেলোয়াড়। তিনি আরো জানান বহু দিন ধরেই সংগঠন সেবামূলক কাজ করে আসছে।  আম্ফান বিধস্ত এলাকায় গিয়ে কয়েশো পরিবারের হাতে চাল ডাল তেল বিস্কুট তুলে দিয়েছে চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের একাধিক খেলোয়াড় ও প্রশাসনিক কর্মকর্তা। এবিষয়ে বাংলা ক্রিকেট দলের সদস্য অর্ণব নন্দী জানান তিনি এই উদ্যোগ সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।।

নিহত সেনাদের স্মরণে রাস্তায় সি পি আই এম এল

জনবার্তা: লাদাখের গালওয়ানে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুগলির চার্চের মোড়ে সি পি আই এম এলের পক্ষ থেকে কর্মসূচী পালিত হয় । নিহতদের স্মরণে নীরবতা পালন ও কালোব্যাজ ধারণ করেন উপস্থিত মানুষেরা ।   এরই  পাশাপাশি চুঁচুড়া লোকাল কমিটির সম্পাদক ভিয়েত ব্যানার্জি তাঁর বক্তব্যে   মোদি সরকারের বিভ্রান্তিমূলক ও ছলনাময় আচরণ এবং সেনাবহিনীর  মধ্যে আঞ্চলিকতার ধূঁয়ো তুলে বিভেদের রাজনীতির বিরোধীতা করেন । চিনা দ্রব্য বয়কটের নামে খুচরো ব্যবসায়ীদের ওপর হামলার আশঙ্কা ব্যক্ত করে , মানুষকে এই কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় ।শান্তনু বসু  কল্যাণ সেন ও সুদর্শন বসু সভায় উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন ।