Skip to main content

আবারও ৫০টি পরিবারের পাশে "হুজুগে ফ্রেন্ডস"

জনবার্তা ডিজিটাল: লকডাউন শেষ, আনলক ২.০ শুরু হয়ে গিয়েছে। মানজীবনের একাংশ ছন্দে ফিরলেও ছন্দে ফেরেনি রেল পরিষেবা। এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই একাধিক পরিবারের দিন গুজরান হয়। হকার থেকে শুরু করে ঝালমুড়ি বিক্রেতা, এরা সকলেই আজ কর্মহারা। তাই আজ এইরকম ৫০টি পরিবারের পাশে দাঁড়ালো "হুজুগে ফ্রেন্ডসরা"। 

চাল, ডাল, মুড়ি, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজারের মতো নিত্যপ্রয়োজনীয়দ্রব্য তুলে দেওয়া হয় এই পরিবার গুলির হাতে। এপ্রসঙ্গে হুজুগের তরফে সৈকত দত্ত বলেন, আমাদের সাধ্যমতো আজ ৫০টি পরিবারের পাশে দাঁড়ালাম আমরা, আগামী কর্মসূচিতে আরও পঞ্চাশ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা।।

হুজুগের পাশে দাঁড়াতে চাইলে : CALL / PHONE PAY / GOOGLE PAY - 8910092861 ( SAIKAT DUTTA)

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।