জনবার্তা ডিজিটাল: লকডাউন শেষ, আনলক ২.০ শুরু হয়ে গিয়েছে। মানজীবনের একাংশ ছন্দে ফিরলেও ছন্দে ফেরেনি রেল পরিষেবা। এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই একাধিক পরিবারের দিন গুজরান হয়। হকার থেকে শুরু করে ঝালমুড়ি বিক্রেতা, এরা সকলেই আজ কর্মহারা। তাই আজ এইরকম ৫০টি পরিবারের পাশে দাঁড়ালো "হুজুগে ফ্রেন্ডসরা"।
চাল, ডাল, মুড়ি, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজারের মতো নিত্যপ্রয়োজনীয়দ্রব্য তুলে দেওয়া হয় এই পরিবার গুলির হাতে। এপ্রসঙ্গে হুজুগের তরফে সৈকত দত্ত বলেন, আমাদের সাধ্যমতো আজ ৫০টি পরিবারের পাশে দাঁড়ালাম আমরা, আগামী কর্মসূচিতে আরও পঞ্চাশ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা।।
হুজুগের পাশে দাঁড়াতে চাইলে : CALL / PHONE PAY / GOOGLE PAY - 8910092861 ( SAIKAT DUTTA)
Comments
Post a Comment