একনজরে প্রতিবেদন: চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ ২৩ কিমি রাস্তার বেহাল চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়। কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার সংযোগকারী একমাত্র রাস্তা এটি। আবার এই রাস্তা দিয়েই আরামবাগ হয়ে বর্ধমান ও ঘাটাল যাওয়া যায়। ফলে এই রাস্তার গুরুত্ব অসীম। কিন্তু রাস্তার বেহাল দশায় পথচারীর প্রাণ ওষ্ঠাগত। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে লরি বাস বিভিন্ন অফিসের গাড়ি যাতায়াত করে।
জনৈক বাস চালক বলেন প্রতিদিন এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাতায়াত এর ফলে বাসের ক্ষতি হচ্ছে। রাস্তায় অনেক জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে কঙ্কালসার ছবি বেরিয়ে এসেছে। যদিও রাস্তা সম্প্রসারণের জন্য অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। হরিনখোলা ও মায়াপুর মোড়ে রাস্তার হাল শোচনীয়। প্রায় ছোটো বড় দুর্ঘটনা লেগেই আছে। এ প্রসঙ্গে আরামবাগের বিধয়াক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন লকডাউনের জন্য কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল। আগে ছোটো গর্তগুলো আমরা মেরামত করেছি। কিন্তু রাস্তার কাজ হবার জন্য অনেক জায়গা ভেঙে যাচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার, মানুষের অসুবিধার জন্য আমরা দুঃখিত।
তবে কত তাড়াতাড়ি এই রাস্তার শ্রীবৃদ্ধি হয় তাকিয়ে সবাই।
Comments
Post a Comment