নিজস্ব প্রতিনিধি:'কবি ভারভারা রাও কে নিঃশর্তে মুক্তি দাও' এই দাবিতে AIPF এবং APDR এর পক্ষ থেকে চুঁঁচুড়া ঘড়ির মোড়ে আজ সকালে ( ১৬ জুলাই ) প্রতিবাদী কর্মসূচী পালিত হলো । স্বাভাবিকভাবেই ডাক্তার কাফিল খান , ভীমা-কোঁরেগাও মামলায় অভিযুক্ত ( BK11) , অখিল গগৈ , ক্যা ( CAA) বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে সরব হোন বক্তারা । সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কবির মৃত্যু' কবিতা পাঠ করেন বাচিক শিল্পী চন্দ্রানী ব্যানার্জি , বক্তব্য রাখার পর ভারভারা রাওকে নিয়ে নিজের লেখা পাঠ করেন 'যাছে তাই' পত্রিকার সম্পাদক শুভদীপ দে , আবৃত্তি করেন দেবাশিস রায় ।
দুই সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুঁচুড়ার দীর্ঘদিনের মানবাধিকার ও বাম আন্দোলনের সংগঠক সনৎ রায়চৌধুরী , অমল রায় , কমল দত্ত , সজল মাতব্বর , সোমনাথ বসু , মণিকেশ শীল , সংগ্রাম মল্লিক , কল্যাণ সেন , ভিয়েত ব্যানার্জি , সঞ্চালনা করেন স্বপন মাতব্বর । অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত মানবাধিকার কর্মী শ্রীধর ভট্টাচার্যর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
Comments
Post a Comment