Skip to main content

Posts

তৃণমূল নেতা হত্যার প্রতিবাদে চুঁচুড়া বনধ সফল এবং মোটের উপর শান্তিপূর্ণ - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল: তৃণমূল নেতা দিলীপ রামের হত্যার প্রতিবাদে তৃণমূলের ডাকে চুঁচুড়া বনধ কার্যত সফল। এদিন সকাল থেকেই চুঁচুড়ার প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়, খাদিনা মোড়ের অধিকাংশ দোকানপাঠ ছিল বন্ধ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাসও আজ ছাড়েনি। এমনকি অটো ও টোটোও ছিল প্রায় বন্ধ। শহর বিজেপির তরফ থেকে এই বনধ সমর্থন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেস এই বনধকে সর্বাত্মক সফল করার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে লোকসভার পর থেকে চুঁচুড়ায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। এই পরিস্থিতি সামলানোর জন্য প্রশাসনকে দ্বায়িত্ব নিতে হবে। এক কথায় আজকের তৃণমূলের ডাকা চুঁচুড়া বিধানসভা বনধ সফল এবং চুঁচুড়ার পাঙ্খাটুলিতে কৌটো বোমা বিস্ফোরণ ছাড়া মোটের উপর শান্তিপূর্ন।। 

চুঁচুড়া তোলাফটকে রাস্তায় ধস, রাতারাতি সরানোর কাজে উদ্যোগী পুরসভা - Janobarta Digital

জনবার্তা ডেস্ক : হুগলী চুঁচুড়া পুরসভার ২৯ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝে ব্যস্ত রাস্তায় ধস। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই নেমে যাচ্ছিল রাস্তার একাংশ। গতকাল রাত ৯টা নাগাদ হটাৎই ধসে গিয়ে মাটির নীচে চলে যায় রাস্তার একদিক।  তৎক্ষণাৎ চুঁচুড়া পুরসভার তৎপরতায় আধ ঘন্টার মধ্যে রাস্তা খোঁড়ার কাজ শুরু করে দেয় এবং বিপর্যস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে আজ সকাল থেকেই বেশ যানজটের কবলে পড়ে তোলাফটক অঞ্চল। পুরসভা সূত্রের খবর, আজ রাত ৯টা থেকে শুরু হবে রাস্তা সারাই এর কাজ, আশা করা যায় ১ - ২ দিনের মধ্যে ধসে যাওয়া রাস্তা চলার যোগ্য করে দেওয়া হবে। নাগরিক সচেতনতায় সকাল থেকে মাইকিং করা হয় প্রশাসনের তরফে। ব্যহত চুঁচুড়া থেকে চন্দননগরের একাংশের যান চলাচল।।

"আব হড় যত মন মিদুআ", এই স্লোগানে একত্রিত জেলার আদিবাসীরা - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন : দীর্ঘদিন ধরে আদিবাসীরা বঞ্চিত তাদের অধিকার থেকে।তাদের ভাষা,সরকারি স্বীকৃতি সহ একধিক দাবী নিয়ে ২৫ ও ২৬ জুন চুঁচুড়া ঘড়ির মোড়ে জেলার আদিবাসী মানুষ অবস্থান বিক্ষোভ জানান। জেলার আদিবাসী নেতা পগন মুর্মু, বিশ্বনাথ মুর্মু সহ একধিক নেতা কর্মী এদিন ছিলেন এই সভাতে।সিপিআইএমএল নেতা সজল  অধিকারী যোগ দেন এই সভাতে।২৬ তারিখ ডিএম এর কাছে ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি।এ ব্যাপারে পগন ও বিশ্বনাথ বাবু বলেন -

সিঙ্গুরে সিঁদুরে মেঘ, গোপালনগর পঞ্চায়েত ঘেরাও বিজেপির - Janobarta Digital

সিঙ্গুরে সিঁদুরে মেঘ    শংকর দাস: সিঙ্গুর গোপাল নগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে ডেপুটেশন দিলো বিজেপি।।

ওরা ভাঙ্গে, আমরা গড়ি- অসিত মজুমদার, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন চুঁচুড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল ও শুভদীপ দে, হুগলী : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালী তথা ভারতবাসীর গর্ব। বিদ্যাসাগর প্রতিটি বাঙালীর আবেগের সাথে জড়িত। জাতি ধর্ম বণ নির্বিশেষে বিদ্যাসাগর ভারত বর্ষের ঈশ্বর স্বরূপ। এহেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে গত ১৪ মে থেকে বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। দোষারক পাল্টা দোষারক ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ উপর দোষ চাপিয়েছেন এ ব্যাপারে। রাজ্যের অন্যান্য অংশের সাথে হুগলী চুঁচুড়া পুরসভাও এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এবং হুগলী চুঁচুড়া পুরসভার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই মনসাতলার বিদ্যাসাগর পার্কের সংস্কারের কাজ চলছিল। পার্কের বাইরে বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল বেশ কিছুদিন পরেই। কিন্তু এহেন বর্বর আচরণের পর বিধায়ক অসিত মজুমদার ও পুরসভা ১৫ মে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত নেয়। এই প্রবাদ প্রতিম মানুষটিকে যথা যোগ্য সন্মান দিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, " বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা বাঙালীর লজ্জা। এ...

চুঁচুড়া জটিলেশ্বর শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া'র রথের মেলা - Janobarta Digital

 রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া জটিলেশ্বর শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া'র রথের মেলা #Video

শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ - Janobarta Digital

শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ জনবার্তা প্রতিবেদন : নির্বিগ্নেই শেষ হলো শহর চুঁচুড়ার ভোট। চুঁচুড়া শহরের অধিকাংশ বুথেই ভোট দাতাদের উৎসাহ ছিল চোখে পরার মতো। অতিরিক্ত উষ্ণতার জন্য সকাল সকাল ভোটকেন্দ্র গুলিতে ভিড় ছিল বেশি। দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতায় কোথাও কোনো অশান্তির চিহ্ন চোখে পড়েনি। ডান বাম সব পক্ষকেই হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের হাত ধরে ভোট কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটকে কেন্দ্র করে চুঁচুড়ায় ছিল উৎসবের মেজাজ। শহরের প্রাণ কেন্দ্র ঘড়ির মোড় সকাল থেকেই ছিল কার্যত স্তব্ধ। ডান বাম সব পক্ষই নির্বাচনের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। সব পক্ষের গলাতেই শোনা গেল প্রত্যয়ের শুরু।।

বামপন্থাই বিকল্প, বামপন্থাই মুক্তির পথ:সজল অধিকারী

  জনবার্তা প্রতিবেদন :ভোটের আর মাত্র ক'দিন বাকি।শেষবেলায় প্রচারে জনসভার মধ্যে দিয়ে বিজেপি কে হটানোর ডাক দিলেন হুগলি লোকসভার সিপিআইএমএল প্রার্থী সজল অধিকারী।২৯ এপ্রিল চুঁচুড়ার ঘড়ির মোড়ে সংগঠনের কয়েকশো নেতা কর্মী নিয়ে এক জনসভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, কার্তিক পাল।, অভিজিৎ মজুমদার।, সনৎ রায়চৌধুরী সহ একাধিক নেতা।সকলের বক্তব্যের মধ্যে একটা কথা উঠে আসে যে কেন্দ্রে বিজেপি সরকার কে সারানো আশু প্রয়োজন। সজল বাবু এক নজরে হুগলি চুঁচুড়াকে একান্ত সাক্ষাতকারে বলেন...