Skip to main content

চুঁচুড়া তোলাফটকে রাস্তায় ধস, রাতারাতি সরানোর কাজে উদ্যোগী পুরসভা - Janobarta Digital



জনবার্তা ডেস্ক : হুগলী চুঁচুড়া পুরসভার ২৯ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝে ব্যস্ত রাস্তায় ধস। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই নেমে যাচ্ছিল রাস্তার একাংশ। গতকাল রাত ৯টা নাগাদ হটাৎই ধসে গিয়ে মাটির নীচে চলে যায় রাস্তার একদিক। 

তৎক্ষণাৎ চুঁচুড়া পুরসভার তৎপরতায় আধ ঘন্টার মধ্যে রাস্তা খোঁড়ার কাজ শুরু করে দেয় এবং বিপর্যস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে আজ সকাল থেকেই বেশ যানজটের কবলে পড়ে তোলাফটক অঞ্চল। পুরসভা সূত্রের খবর, আজ রাত ৯টা থেকে শুরু হবে রাস্তা সারাই এর কাজ, আশা করা যায় ১ - ২ দিনের মধ্যে ধসে যাওয়া রাস্তা চলার যোগ্য করে দেওয়া হবে। নাগরিক সচেতনতায় সকাল থেকে মাইকিং করা হয় প্রশাসনের তরফে। ব্যহত চুঁচুড়া থেকে চন্দননগরের একাংশের যান চলাচল।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।