জনবার্তা প্রতিবেদন: দীর্ঘদিন ধরে আদিবাসীরা বঞ্চিত তাদের অধিকার থেকে।তাদের ভাষা,সরকারি স্বীকৃতি সহ একধিক দাবী নিয়ে ২৫ ও ২৬ জুন চুঁচুড়া ঘড়ির মোড়ে জেলার আদিবাসী মানুষ অবস্থান বিক্ষোভ জানান। জেলার আদিবাসী নেতা পগন মুর্মু, বিশ্বনাথ মুর্মু সহ একধিক নেতা কর্মী এদিন ছিলেন এই সভাতে।সিপিআইএমএল নেতা সজল অধিকারী যোগ দেন এই সভাতে।২৬ তারিখ ডিএম এর কাছে ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি।এ ব্যাপারে পগন ও বিশ্বনাথ বাবু বলেন -
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment