জনবার্তা প্রতিবেদন: দীর্ঘদিন ধরে আদিবাসীরা বঞ্চিত তাদের অধিকার থেকে।তাদের ভাষা,সরকারি স্বীকৃতি সহ একধিক দাবী নিয়ে ২৫ ও ২৬ জুন চুঁচুড়া ঘড়ির মোড়ে জেলার আদিবাসী মানুষ অবস্থান বিক্ষোভ জানান। জেলার আদিবাসী নেতা পগন মুর্মু, বিশ্বনাথ মুর্মু সহ একধিক নেতা কর্মী এদিন ছিলেন এই সভাতে।সিপিআইএমএল নেতা সজল অধিকারী যোগ দেন এই সভাতে।২৬ তারিখ ডিএম এর কাছে ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি।এ ব্যাপারে পগন ও বিশ্বনাথ বাবু বলেন -
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -


Comments
Post a Comment