জনবার্তা ডিজিটাল: তৃণমূল নেতা দিলীপ রামের হত্যার প্রতিবাদে তৃণমূলের ডাকে চুঁচুড়া বনধ কার্যত সফল। এদিন সকাল থেকেই চুঁচুড়ার প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়, খাদিনা মোড়ের অধিকাংশ দোকানপাঠ ছিল বন্ধ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাসও আজ ছাড়েনি। এমনকি অটো ও টোটোও ছিল প্রায় বন্ধ। শহর বিজেপির তরফ থেকে এই বনধ সমর্থন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেস এই বনধকে সর্বাত্মক সফল করার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে লোকসভার পর থেকে চুঁচুড়ায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। এই পরিস্থিতি সামলানোর জন্য প্রশাসনকে দ্বায়িত্ব নিতে হবে। এক কথায় আজকের তৃণমূলের ডাকা চুঁচুড়া বিধানসভা বনধ সফল এবং চুঁচুড়ার পাঙ্খাটুলিতে কৌটো বোমা বিস্ফোরণ ছাড়া মোটের উপর শান্তিপূর্ন।।
ছবি:অসীম ভট্টাচার্য একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।
Comments
Post a Comment