নিজস্ব প্রতিনিধি: শ্রম আইন সংশোধন , ১২ ঘন্টার কাজকে ফিরিয়ে আনা ,বিরাষ্ট্রীয়করণ -বেসরকারিকরণ , পরিযায়ী সহ অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবিতে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ২৭ মে' র প্রতিবাদ কর্মসূচী চুঁচুড়ায় পৌরসভার পিপুলপাতি এবং ঘড়ির মোড়ে এবং কোদালিয়া পঞ্চায়েতের হুগলি মোড়ে অনুষ্ঠিত হয় । সিটু(CITU) , ইউ টি ইউ সি , টি ইউ সি সি এবং এ আই সি সি টি ইউর অন্তর্গত শ্রমিকেরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন । লাল ঝান্ডা এবং পোস্টারে দাবিগুলো তুলে ধরে শ্রমিকেরা দূরত্ব বজায় রেখে অবস্থানে সামিল হন এবং স্লোগানে গলা মেলান । এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিটুর পক্ষ থেকে মলয় সরকার ও মনোদীপ ঘোষ , টি ইউ সি সি সির পক্ষে সুনীল সাহা , ইউ টি ইউ সির কিশোর সিং , এ আই সি সি টি ইউর পক্ষে ভিয়েত ব্যানার্জি এবং কল্যাণ সেন । নির্মাণ শ্রমিক সহ , পরিবহন শ্রমিকেরা যেমন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন তেমনই ব্যাঙ্ক কর্মচারী , শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকের প্রতিবাদী কর্মসূচীতে অংশনেন । দীর্ঘ দিনের বাম আন্দোলনের নেতা বর্ষীয়ান সনৎ রায়চৌধুরী আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ।