নিজস্ব প্রতিনিধি:গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে, নজরুল ইসলামের জন্মদিবসকে অন্যভাবে পালন করলো বাঁশবেড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটি। সমস্তরকম প্রশাসনিক নিয়ম মেনে, সামাজিক দূরত্ব মেনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরির কমিউনিটি হলে। উদ্যোক্তা বাঁশবেড়িয়া পৌরসভার সি.আই.সি ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত ঘোষ। অমিত বাবু জানান, মোট ৫০ জন রক্তদাতা এদিন রক্ত দেন। রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিলো নজর কাড়ার মতো। এদিন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ, মাস্ক ও সেনেটাইজার দেওয়া হয়। উপস্থিত ছিলেন শহরের বেশ কিছু কৃতি মানুষজনও। এদিন প্রত্যেকর থার্মাল গান দিয়ে শারীরিক উষ্ণতাও মাপা হয়।
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

Comments
Post a Comment