নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতের প্রবল ঝড়ের প্রভাব সারা শহর জুড়ে। শহরের অধিকাংশ বড় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ। শতাব্দী প্রাচীন মহসীন কলেজের সব গাছ ধরাশায়ী। মিয়ারবের, গোরস্থান, কামারপাড়া, সাঁকোমোড় , পিপুলপাতি , বকুলতলা সহ অনেক রাস্তাই বন্ধ গাছ ও বিদ্যুৎ এর খুঁটি ভেঙে যাবার ফলে। বহু বাড়ির অস্থায়ী ছাদ ভেঙে পড়েছে। বিদ্যুৎ এর খুঁটি পড়ে বিপর্যয় সবথেকে বেশি।রাত থেকে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ বন্ধ।বিদ্যুৎ দপ্তর ও পুরসভা তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে। পৌর কাউন্সিলর পার্থ সাহা জানান পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, মানুষের পাশে আমরা সব সময় আছি, দেখছি কত তাড়াতাড়ি সব সামলানো যায়।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment