Skip to main content

Posts

Showing posts from May, 2018

৩রা জুন শুরু হচ্ছে হ্যান্ডলুম এন্ড হ্যান্ডক্র্যাফট এক্সপো'১৮ | প্রস্তুতি পর্ব তুঙ্গে

জনবার্তা প্রতিবেদন :  মেলার বাদ্যি বেজে গেছে। গত তিন বছরের মতো এই বছরও সুসজ্জিত ভাবে আসছে ৪র্থ বর্ষ হান্ডলুম এন্ড হান্ডিক্র্যাফট মেলা ২০১৮। চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডডে হবে  এই মেলা। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে রকমারি দ্রব্যের দোকান এর পাশাপাশি ভিন দেশীয় দোকান। শিশুদের বিভিন্ন রাইড সহ ইত্যাদি সামগ্রী। তারই প্রস্তুতি চলছে একদম পুরো দমে, আগামী ৩ তারিখ উদ্বোধন, থাকবে রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। একমাস ব্যাপী চলবে এই মেলা। এই বিষয়ে মেলার অর্গানাইজার সঞ্জীব সরকার বলেন...দেখুন ভিডিও... ADVERTISEMENT For Advertisement : 7003752522 (Call Only) একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

গরমে শিশুদের রক্ষা করবেন কি ভাবে ? বললেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী

রাজেশ মন্ডল, হুগলী  : এই গরমে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে আট থেকে আশি সকল মানুষ। তাই এই গরমে আপনার শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখেই আমাদের উদ্যোগ এই উদ্যোগ। এই গরমে আপনার বাড়ির বাচ্ছা শিশুকে কি ভাবে সুরক্ষিত রাখবেন সেই সম্পর্কেই বললেন "ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী"। দেখুন ভিডিও... ADVERTISEMENT For Advertisement : 7003752522 (Call Only) একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

পড়ন্ত আলোয় দুরন্ত শৈশব || বিশেষ প্রতিবেদন

রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায় রিপোর্ট সুদর্শন চ্যাটার্জী'র কলমে, হুগলী : যুগ এগোচ্ছে আমরাও এগোচ্ছি, পরে থাকছে ধুলো জমা অতীত। প্রযুক্তির কল্যানে আজ আমরা খুঁজে নিয়েছি বিনোদনের অনেক সহজলভ্য বিলাসিতা। বর্তমানে শিশুরা বড়ো হয়ে উঠছে স্মার্ট ফোনের হাত ধরে। হারিয়ে যাচ্ছে কাটাকুটি, সাপলুডো, ক্যারাম বোর্ড, বাগডুলি প্রযুক্তির লুকোচুরিতে। ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটের ধাঁধায় হারিয়ে গেছে অতীত শৈশবের খেলাঘর। এমনই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো সন্ধ্যার চুঁচুড়া ময়দানের। তবু যেন পিছুডাকে পুরানো চিলেকোঠা ঘুন ধরা জানলায়, স্মৃতির কত কথা। বিস্তারিত দেখুন ভিডিও... ADVERTISEMENT For Advertisement : 7003752522 (Call Only) একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

বাবা রামদেবের পতঞ্জলি আনতে চলেছে পতঞ্জলি সিম, পেতে পারেন একবছর ফ্রী পরিষেবা

ডেস্ক :  হ্যাঁ, ঠিকই বুঝেছেন। এবার আপনিও হতে পারেন পতঞ্জলি গ্রাহক। সম্প্রতি এক ঘোষণায় BSNL জানিয়েছে, খুব শিগ্রই বাজারে আস্তে চলেছে BSNL 4G। তার সাথেই একত্রিত হয়ে পতঞ্জলির এই উদ্যোগ। প্রথম দফায় কেরালায় শুরু হবে এই পরিষেবা এবং পতঞ্জলির এমপ্লইরা ব্যবহার করতে পারবে। তবে দিল্লি ও মুম্বাইতে যেহেতু আনলিমিটেড পরিষেবা BSNL দেয় না, সেহেতু ওই দুই জায়গায় এখনই চালু হবে না। প্রথম দফায় তিনটি প্ল্যান আনা হচ্ছে। একটা এক মাসের বৈধতা, একটা ১৮০ দিনের বৈধতা এবং একটা ১বছর মানে ৩৬৫ দিনের বৈধতা সম্পন্ন যাতে পেতে পারেন প্রতিদিন ২জিবি ফ্রী ডেটা , ১০০ এস.এম.এস এবং আনলিমিটেড কল। প্রায় ১৫৫০ টাকা ব্যায় করলেই পাবেন একবছর বৈধতা সম্পন্ন পরিষেবা। পরীক্ষামূলক ভাবে সফল হলেই গোটা ভারতে পাওয়া যাবে এই পরিষেবা। এর ফলে কপালে বেশ ভাঁজ পড়েছে জিও'র। ADVERTISEMENT For Advertisement : 7003752522 (Call Only) একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

স্মরণীয় বর্ণময় বিদায় - কলকাতা বিশ্ববিদ্যালয়

একনজরে বাংলা সফর  দেবাশীষ দাস, কলকাতা : সঞ্চিতা,দেবাশিস,মধুরিমা,অনিরদ্ধ,অভিক,স্বপন সহ কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের M.A. প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা, দ্বিতীয় বর্ষের একই বিভাগের ছাত্র-ছাত্রীদের বর্ণময় বিদায় জানালো গত 22 এ মে, মঙ্গলবার। প্রথম বর্ষের ছাত্র ছাত্রী রা দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী দের আন্তরিক আমন্ত্রণ জানায় এই বিদায়ী অনুষ্ঠানে।কনফারেন্স রুমটি সুন্দর করে সাজায় তারা। রুমটিকে তারা রঙ্গিন করে তোলে। সমগ্র প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা এই কাজে বিশেষ ভাবে অংশগ্রহন করে। আন্তরিকতা দেখে আবেগ বিহল হয়ে পরে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা।প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তাদের হাতে কিছু উপহার তুলে দেয়।ঐ বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা রাও এই কাজে সমর্থন করেন। অনুষ্ঠানটির নাম রাখা হয় "প্রাপ্তি"।অনুষ্ঠান প্রসঙ্গে বিভাগীয় অধ্যাপক শ্রী তপন কুমার দাস - 'প্রথম বর্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাবার প্রেরণা দেন।'কবিতা,সংগীত,নৃত্য, শ্রুতিনাটক,ও ম্যাজিক শো এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ

বর্ষা কাটলেই ইমামবাড়া - ব্যান্ডেল চার্চ রোপওয়ের কাজ শুরু হবে- গৌরিকান্ত মুখার্জি

জনবার্তা প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর হুগলী-চুঁচুড়া সহ গোটা বাংলার মুকুটে এক নয়া পালক। অনেক জল্পনার পর এবার সত্যি চালু হতে চলেছে হুগলী ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ রোপওয়ে। গত ১৮৪১ খ্রিস্টাব্দে "মহঃ মহসিন" কাজ শুরু করেন "ইমামবাড়া" গড়ার সেই কাজ সম্পন্ন হয় ১৮৬১ খ্রিস্টাব্দে অন্যদিকে "দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি-রোসারি"(পোশাকি নাম) তথা ব্যান্ডেল চার্চ নির্মাণের জন্য ১৫৯৯ খ্রিস্টাব্দে পর্তুগিজ ক্যাপ্টেন পেদ্রো তাভারেস কে মুঘল সম্রাট আকবর প্রদান করেন জায়গা, বর্তমানে যেখানে অবস্থিত ব্যান্ডেল চার্চ। এরপর খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য শুরু হয় ব্যান্ডেল চার্চ নির্মাণের কাজ অবশেষে ১৬৬০ খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয় এই ব্যান্ডেল চার্চ। সেই থেকে হুগলীর এই দুই নিদর্শনেরই দীর্ঘ পথ চলা। বর্তমানে এই দুই ঐতিহাসিক নিদর্শনই ছেড়ে দেওয়া হয়েছে ভ্রমণপ্রিয় সাধারণ মানুষের জন্য। চলতি পথে ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব প্রায় ১.৫ কিঃমিঃ। এই চলতি পথের দূরত্বকে এবার গুছিয়ে দিতে হুগলী চুঁচুড়া পৌরসভার নয় উদ্যোগ। কিছু দিনের মধ্যেই চালু হবে এই রোপওয়ে পরিষেবার কাজ, বর্ষার জন্য

দিশা ও সাহানা গোষ্ঠীর আয়োজনে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী পালন

রাজেশ মন্ডল : চুঁচুড়া'র দিশা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী অনুষ্ঠান। চুঁচুড়ার শ্যামবাবু ঘাট ২৬নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। গত ২৬শে এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা জর্জ অনন্ত ব্যানার্জী সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অন্যদিকে চুঁচুড়া "সাহানা" রবীন্দ্র সঙ্গীত বিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত হলো কবিপ্রণাম অনুষ্ঠান, এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অনন্ত বাবুসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। দিশা'র অনুষ্ঠান প্রসঙ্গে এক সদস্যা বলেন ....দেখুন ভিডিও.... ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA