জনবার্তা প্রতিবেদন : মেলার বাদ্যি বেজে গেছে। গত তিন বছরের মতো এই বছরও সুসজ্জিত ভাবে আসছে ৪র্থ বর্ষ হান্ডলুম এন্ড হান্ডিক্র্যাফট মেলা ২০১৮। চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডডে হবে এই মেলা। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে রকমারি দ্রব্যের দোকান এর পাশাপাশি ভিন দেশীয় দোকান। শিশুদের বিভিন্ন রাইড সহ ইত্যাদি সামগ্রী। তারই প্রস্তুতি চলছে একদম পুরো দমে, আগামী ৩ তারিখ উদ্বোধন, থাকবে রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। একমাস ব্যাপী চলবে এই মেলা। এই বিষয়ে মেলার অর্গানাইজার সঞ্জীব সরকার বলেন...দেখুন ভিডিও...
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -








Comments
Post a Comment