জনবার্তা প্রতিবেদন : মেলার বাদ্যি বেজে গেছে। গত তিন বছরের মতো এই বছরও সুসজ্জিত ভাবে আসছে ৪র্থ বর্ষ হান্ডলুম এন্ড হান্ডিক্র্যাফট মেলা ২০১৮। চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডডে হবে এই মেলা। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে রকমারি দ্রব্যের দোকান এর পাশাপাশি ভিন দেশীয় দোকান। শিশুদের বিভিন্ন রাইড সহ ইত্যাদি সামগ্রী। তারই প্রস্তুতি চলছে একদম পুরো দমে, আগামী ৩ তারিখ উদ্বোধন, থাকবে রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। একমাস ব্যাপী চলবে এই মেলা। এই বিষয়ে মেলার অর্গানাইজার সঞ্জীব সরকার বলেন...দেখুন ভিডিও...
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ...
Comments
Post a Comment