Skip to main content

স্মরণীয় বর্ণময় বিদায় - কলকাতা বিশ্ববিদ্যালয়

একনজরে বাংলা সফর 

দেবাশীষ দাস, কলকাতা : সঞ্চিতা,দেবাশিস,মধুরিমা,অনিরদ্ধ,অভিক,স্বপন সহ কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের M.A. প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা, দ্বিতীয় বর্ষের একই বিভাগের ছাত্র-ছাত্রীদের বর্ণময় বিদায় জানালো গত 22 এ মে, মঙ্গলবার। প্রথম বর্ষের ছাত্র ছাত্রী রা দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী দের আন্তরিক আমন্ত্রণ জানায় এই বিদায়ী অনুষ্ঠানে।কনফারেন্স রুমটি সুন্দর করে সাজায় তারা। রুমটিকে তারা রঙ্গিন করে তোলে। সমগ্র প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা এই কাজে বিশেষ ভাবে অংশগ্রহন করে। আন্তরিকতা দেখে আবেগ বিহল হয়ে পরে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা।প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তাদের হাতে কিছু উপহার তুলে দেয়।ঐ বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা রাও এই কাজে সমর্থন করেন। অনুষ্ঠানটির নাম রাখা হয় "প্রাপ্তি"।অনুষ্ঠান প্রসঙ্গে বিভাগীয় অধ্যাপক শ্রী তপন কুমার দাস - 'প্রথম বর্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাবার প্রেরণা দেন।'কবিতা,সংগীত,নৃত্য, শ্রুতিনাটক,ও ম্যাজিক শো এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষের বিশ্বজিৎ, মৃন্ময়, সৌরভ,অঙ্কিতা, শিল্পারাও এই অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করে। দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ গিরি - তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন এবং এ বিষয়ে বলেন - তার কাছে এই দিনটি চির স্মরণীয়,ও শেষ বেলায় এটাই বোধহয় সবচাইতে বড় 'প্রাপ্তি'। এই অনুষ্ঠানের এক ঝলক দেখুন ভিডিওতে ....



ADVERTISEMENT

For Advertisement : 7003752522 (Call Only)





একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।