Skip to main content

স্মরণীয় বর্ণময় বিদায় - কলকাতা বিশ্ববিদ্যালয়

একনজরে বাংলা সফর 

দেবাশীষ দাস, কলকাতা : সঞ্চিতা,দেবাশিস,মধুরিমা,অনিরদ্ধ,অভিক,স্বপন সহ কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের M.A. প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা, দ্বিতীয় বর্ষের একই বিভাগের ছাত্র-ছাত্রীদের বর্ণময় বিদায় জানালো গত 22 এ মে, মঙ্গলবার। প্রথম বর্ষের ছাত্র ছাত্রী রা দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী দের আন্তরিক আমন্ত্রণ জানায় এই বিদায়ী অনুষ্ঠানে।কনফারেন্স রুমটি সুন্দর করে সাজায় তারা। রুমটিকে তারা রঙ্গিন করে তোলে। সমগ্র প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা এই কাজে বিশেষ ভাবে অংশগ্রহন করে। আন্তরিকতা দেখে আবেগ বিহল হয়ে পরে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা।প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তাদের হাতে কিছু উপহার তুলে দেয়।ঐ বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা রাও এই কাজে সমর্থন করেন। অনুষ্ঠানটির নাম রাখা হয় "প্রাপ্তি"।অনুষ্ঠান প্রসঙ্গে বিভাগীয় অধ্যাপক শ্রী তপন কুমার দাস - 'প্রথম বর্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাবার প্রেরণা দেন।'কবিতা,সংগীত,নৃত্য, শ্রুতিনাটক,ও ম্যাজিক শো এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষের বিশ্বজিৎ, মৃন্ময়, সৌরভ,অঙ্কিতা, শিল্পারাও এই অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করে। দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ গিরি - তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন এবং এ বিষয়ে বলেন - তার কাছে এই দিনটি চির স্মরণীয়,ও শেষ বেলায় এটাই বোধহয় সবচাইতে বড় 'প্রাপ্তি'। এই অনুষ্ঠানের এক ঝলক দেখুন ভিডিওতে ....



ADVERTISEMENT

For Advertisement : 7003752522 (Call Only)





একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

জলে ডুবে মৃত্যু ১৪ বছরের বালকের

  বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত‍্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ‍্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ‍্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ‍্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস‍্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ‍্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ...

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।