একনজরে বাংলা সফর
দেবাশীষ দাস, কলকাতা : সঞ্চিতা,দেবাশিস,মধুরিমা,অনিরদ্ধ,অভিক,স্বপন সহ কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের M.A. প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা, দ্বিতীয় বর্ষের একই বিভাগের ছাত্র-ছাত্রীদের বর্ণময় বিদায় জানালো গত 22 এ মে, মঙ্গলবার। প্রথম বর্ষের ছাত্র ছাত্রী রা দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী দের আন্তরিক আমন্ত্রণ জানায় এই বিদায়ী অনুষ্ঠানে।কনফারেন্স রুমটি সুন্দর করে সাজায় তারা। রুমটিকে তারা রঙ্গিন করে তোলে। সমগ্র প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা এই কাজে বিশেষ ভাবে অংশগ্রহন করে। আন্তরিকতা দেখে আবেগ বিহল হয়ে পরে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা।প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তাদের হাতে কিছু উপহার তুলে দেয়।ঐ বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা রাও এই কাজে সমর্থন করেন। অনুষ্ঠানটির নাম রাখা হয় "প্রাপ্তি"।অনুষ্ঠান প্রসঙ্গে বিভাগীয় অধ্যাপক শ্রী তপন কুমার দাস - 'প্রথম বর্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাবার প্রেরণা দেন।'কবিতা,সংগীত,নৃত্য, শ্রুতিনাটক,ও ম্যাজিক শো এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষের বিশ্বজিৎ, মৃন্ময়, সৌরভ,অঙ্কিতা, শিল্পারাও এই অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করে। দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ গিরি - তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন এবং এ বিষয়ে বলেন - তার কাছে এই দিনটি চির স্মরণীয়,ও শেষ বেলায় এটাই বোধহয় সবচাইতে বড় 'প্রাপ্তি'। এই অনুষ্ঠানের এক ঝলক দেখুন ভিডিওতে ....
Comments
Post a Comment