একনজরে প্রতিবেদন: মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। গঙ্গার ধার সংলগ্ন তুলোপট্টি ঘাটে, ইলেকট্রিকের পোল ভেঙে পড়ে বিপত্তি। অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই দমকল, বিদ্যুৎ বিভাগ ও পুরসভার কর্মীরা উপস্থিত হয়েছেন। দমকল বিভাগের এক কর্মী জানান বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হচ্ছে না তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলাতে স্থানীয় মানুষও দমকল কর্মীদের সাথে হাত লাগিয়েছেন। শহরের চার নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে আক্রান্ত হন বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামবাবুর ঘাট ও সান্ট্ডেশ্বর তলাতেও বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় কিছু মানুষের আহতের খবর আসছে।এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় এখন এটাই দেখার।