একনজরে প্রতিবেদন: শহর চুঁচুড়ার ১২ মাসের ১৪তম পার্বনের নাম হুগলি চুঁচুড়া বইমেলা। আজ এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে বইমেলার ঢাকে কাঠি পড়ল। বিকেল সাড়ে তিনটে চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছটায় মেলা প্রাঙ্গণে এই বিশাল পদযাত্রার সমাপ্তি ঘটে। পদযাত্রায় পা মেলান প্রায় এক হাজার মানুষ। বইমেলা কমিটির সদস্য ছাড়াও শহরের বিভিন্ন সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পদযাত্রায় পা মেলান। রণ পা,বেলুন ও ব্যান্ডের দ্বারা সুসজ্জিত এই পদযাত্রায় উপস্থিত সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পরার মতো। বইমেলার সাধারণ সম্পাদক গোপাল চাকি বলেন বিগত কয়েক বছর ধরে বইমেলাকে কেন্দ্র করে শহর এবং জেলার মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। বর্তমান সময়ে দাঁড়িয়ে ১৫ লক্ষ টাকার বই বিক্রি পাঠক ও প্রকাশকদের কাছে আশার আলো বলেই আমি মনে করি। বইমেলার অন্যতম সংগঠক কবি অরিত্র শীল বলেন কবি গল্পকার শিল্পীদের মিলন ক্ষেত্রে পরিণত হবে বইমেলা।তিনি বলেন ১৪ থেকে ২২ সবার একটাই গন্তব্য হোক মেলা প্রাঙ্গণ।
Comments
Post a Comment