Skip to main content

Posts

আজ শহরে কেমন ছিল লকডাউনের চিত্রটা ! দেখে নিন একনজরে - Janobarta Digital

আজ শহরে কেমন ছিল লকডাউনের চিত্রটা ! দেখে নিন একনজরে || দেখুন ভিডিও ||

চুঁচুড়া পুরসভার উদ্যোগে "EWS" সিস্টেমে স্যানিটাইস, জানুন বিস্তারিত - Janobarta Digital

একনজরে প্রতিবেদন :  কোরোনা আটকাতে পুরসভা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে ।বাজার গুলিতে যেহেতু জনসমাগম বেশি তাই সেই অঞ্চলে স্যানিটাইস করার কাজ করছে পুরসভা। EWS পদ্ধতি ব্যবহার করে একদল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এই কাজে নেমেছে। দেখুন ভিডিও  জল কে আয়নাইজড করে জীবাণুমুক্ত  করার কাজ চলছে। একটি বড় জলের ট্যাঙ্ক এ এই বিশেষ জল থাকার ফলে অনেক জায়গা একসাথে জীবাণুমুক্ত করা সম্ভব হচ্ছে ।।

লকডাউনে শহর পরিষ্কার রাখতে অক্লান্ত পুরসভা - Janobarta Digital

লকডাউনে শহর পরিষ্কার রাখতে অক্লান্ত পুরসভা  একনজরে প্রতিবেদন:  লকডাউন চলছে । এর মধ্যেই হুগলি চুঁচুড়া পুরসভা শহর পরিষ্কার রাখতে নিরলস । শহরের জমা ময়লা দ্রুত সরিয়ে দিচ্ছে পুরসভা।এক সাফাইকর্মী জানান- ' ' শহর তো পরিষ্কার রাখতেই হবে দাদা ,না হলে এই অবস্থায় আরও বিপদ বাড়বে ' ' ।  পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী বলেন -' ' আমাদের কর্মীরা সবসময় সচেতন , আমরা সারা বছরই শহর পরিষ্কার রাখি , এখন আরও বেশি করে রাখার চেষ্টা করছি ',।

লকডাউনে কেমন আছে জেলা-শহর !! - Janobarta Digital

একনজরে প্রতিবেদন:  চলছে টানা একুশ দিন লকডাউন।  বাজার এলাকায় মানুষের ভীড় বেশ । অনেক দোকানেই ডিম , মুড়ি , চা , বিস্কুট এর মত নিত্যসামগ্রী আজও  অপ্রতুল। সতর্কতাকে উপেক্ষা করে অনেকেই রাস্তায় আড্ডা মারছে , এমন ছবি খুব একটা নজরে নেই ।দরকার ছাড়া রাস্তায় মানুষ নেই বললেই চলে।  পুরসভা ও পুলিশ সতর্ক । অযথা ভীড় নেই । ব্যাঙ্কগুলিতে দীর্ঘ লাইন চোখে পড়ছে । ওষুধের দোকানগুলিতে মানুষের ভীড় লক্ষ করা গেল। পুরসভা মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে ।  বিধায়ক অসিত মজুমদার নিজের উদ্যোগে চাল বিলি করেছেন ।ইতিমধ্যই হসপিটাল ও বাজার সহ  শহরের বিভিন্ন এলাকায় দমকল এর সহযোগিতায় স্যানিটাইজ করেন অসিত বাবু । এই কাজে পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জীও সাথে ছিলেন । ফোনে যোগাযোগ করা হলে অসিত বাবু  বলেন -' ' মানুষের কাজ নেই কি করে খাবে , আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে আছি , কিছু করার নেই  ঘরে থাকুন , ভালো থাকুন । তিনি আরও বলেন -প্রশাসন সবসময় পাশে আছে , আমরা পরিস্থিতির দিকে সবসময়  নজর রাখছি, আমরা সবটুকু দিয়ে কোরোনা মোকাবিলার চেষ্টা করছি "।

রেশন নিয়ে সরকারি নির্দেশিকা ,কি বললেন বিধায়ক ! - Janobarta Digital

রেশন নিয়ে সরকারি নির্দেশিকা ,কি বললেন বিধায়ক : একনজরে প্রতিবেদন:  লকডাউনে মানবিক সরকার , রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জেলা শহরেও কার্যকরী করা হলো রেশন নিয়ম । এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে তা পরিষ্কার করেন বিধায়ক অসিত মজুমদার । বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা রেশন কার্ড আবেদন করেছিল কিন্তু কার্ড পায়নি তারা রেশন পাবে পরের সপ্তাহ থেকে,তবে তাদের একটা কুপন সংগ্রহ করতে হবে এস.ডি.ও/ বি.ডি.ও দের মাধ্যমে। কাউন্সিলার ও পুরপ্রধান এর  সাথে রোজ যোগাযোগ রাখার চেষ্টা করতে বলেন , এর বাইরে কোনো অপপ্রচার যাতে না হয় সেটা দেখার নির্দেশ ও দেন । যাদের কার্ড আছে, যারা  আবেদন করেছে সবাই রেশন  পাবে । ধীরে ধীরে সবাইকে রেশন তুলতে অনুরোধ করেন তিনি । দেখে নিন কি বলা হয়েছে সরকারি নির্দেশিকায় - ◆ ০১.০৪.২০২০ থেকে যাদের অন্তর্দয় কার্ড তারা প্রতি পরিবার পাবে চাল ১৫ কেজি, আটা ১৯ কেজি। ◆ যাদের পি এইচ,এইচ কার্ড তারা পাবে ২ কেজি চাল এবং ২কেজি ৮৫০ গ্রাম আটা প্রতি কার্ড। ◆ যাদের এস.পি.এইচ.এইচ. কার্ড তারা পাবে সমান পরিমান চাল ও আটা। প্রতি কার্ড  পি.এইচ.এইচ যাদের  মত,এদের ফ্রি,  যাদের কার্ড আর.কে.

লকডাউনে মানবিক মুখ সন্দীপ রুদ্র -Janobarta Digital

লকডাউনে মানবিক মুখ সন্দীপ রুদ্র  একনজরে প্রতিবেদন: সন্দীপ রুদ্র। না , নামটা জানার কথা নয় ,শহরের সংস্কৃতি জগতের মানুষজন এক ডাকে চেনে সন্দীপকে । নাট্য পরিচালক ও অভিনেতা হিসাবেই পরিচিত। চুঁচুড়ার লিট্ল ম্যাগাজিন মেলা শুরু হয়েছিল সন্দীপ এর হাত ধরেই । লকডাউনের সময় সিনেমার কাজ বন্ধ। সন্দীপ নেমে পড়ল মানুষের পাশে দাঁড়াতে। হাতে গ্লভ্স মুখে মাস্ক। কার ওষুধ দরকার , কার দরকার মুড়ি , কে পুলিশে যোগাযোগ করতে পারছে না এক ফোনে হাজির সন্দীপ। না কোনো রাজনৈতিক তকমা ওর গায়ে নেই । খাদিনামোড় থেকে ঘড়িরমোড়, তোলাফটক থেকে বাসস্ট্যান্ড সর্বত্র শুধু একটা ফোন পেয়েই ছুটে গেছে মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবন বাজি রেখে।ইতিমধ্যেই প্রায় ১০০ মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দীপ।যারা এই অবস্থায় বাড়িবন্দী তাদের নিত্যসামগ্রী পেতে যাতে অসুবিধা না হয় তা ক্রমাগত নজরদারি করছে সন্দীপ।  একনজরে সন্দীপের সাথে যোগাযোগ করলে তিনি জানান -' ' মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি , আমার শহরে মানুষ কষ্টে থাকবে এটা আমি কি করে মেনে নিই ? ' ' । সন্দীপ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তর

লকডাউনে বুধবারের খণ্ডচিত্র, চুঁচুড়া - Janobarta Digital

একনজরে প্রতিবেদন :  গতকাল প্রধানমন্ত্রীর টানা একুশ দিন লকডাউন ঘোষণার পর থেকে শহরের মানুষ ব্যস্ত খাদ্যসামগ্রী সংগ্রহ করতে। বাজার এলাকায় মানুষের ভীড় বেশ । অনেক দোকানেই ডিম , মুড়ি , চা , বিস্কুট এর মত নিত্যসামগ্রী অপ্রতুল। এই সতর্কতাকে উপেক্ষা করে অনেকেই রাস্তায় আড্ডা মারছে , এমন ছবিও দেখা গেল কোথাও কোথাও ।  পুরসভা ও পুলিশ অনেক সতর্ক । অযথা ভীড় দেখলেই পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে । পুরসভা মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে ।এক নজরের পক্ষ থেকে বিধায়ক অসিত মজুমদার কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -''সাবধানতা ছাড়া আমাদের আর কিছু করার নেই , ঘরে থাকুন , ভালো থাকুন । তিনি আরও বলেন -প্রশাসন সবসময় পাশে আছে , আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি '' ।

বিকেল থেকে "লক ডাউন", শহর ব্যস্ত কেনাকাটায় - Janobarta Digital

একনজরে প্রতিবেদন : আজ বিকেল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী লক ডাউন জেলা সদর গুলিতে । তাই সকাল থেকেই চুঁচুড়ার বাজার দোকানে ভীড় ছিল যথেষ্ট। মানুষ কাঁচা বাজার , চাল , ডিম , বিস্কুট , তেলের মত নিত্য সামগ্রী মজুত করতে দোকানে ভীড় জমায় ।  এক ক্রেতার কথায় -' ' কাল থেকেই কি হবে জানিনা , কতদিন ঠিক গৃহবন্দী থাকবো বুঝতে পারছি না , তাই আজ সব কিনে রাখছি ' ' । আজ ব্যাঙ্ক পরিষেবা ছিল স্বাভাবিক । বাস চলেনি । রাস্তায় টোটো চলাচল করলেও তা অল্প । চুঁচুড়া হাসপাতালে একটি পর্যটক বোঝাই বাস সকল পর্যটককে নিয়ে পরীক্ষার জন্য আসে । পুরসভার উপ পুরপ্রধান অমিত রায় বলেন পুরসভা সবসময় মানুষের সাথে আছে। যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার তা গ্রহণ করা হচ্ছে ।