রেশন নিয়ে সরকারি নির্দেশিকা ,কি বললেন বিধায়ক : একনজরে প্রতিবেদন: লকডাউনে মানবিক সরকার , রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জেলা শহরেও কার্যকরী করা হলো রেশন নিয়ম । এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে তা পরিষ্কার করেন বিধায়ক অসিত মজুমদার । বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা রেশন কার্ড আবেদন করেছিল কিন্তু কার্ড পায়নি তারা রেশন পাবে পরের সপ্তাহ থেকে,তবে তাদের একটা কুপন সংগ্রহ করতে হবে এস.ডি.ও/ বি.ডি.ও দের মাধ্যমে। কাউন্সিলার ও পুরপ্রধান এর সাথে রোজ যোগাযোগ রাখার চেষ্টা করতে বলেন , এর বাইরে কোনো অপপ্রচার যাতে না হয় সেটা দেখার নির্দেশ ও দেন । যাদের কার্ড আছে, যারা আবেদন করেছে সবাই রেশন পাবে । ধীরে ধীরে সবাইকে রেশন তুলতে অনুরোধ করেন তিনি । দেখে নিন কি বলা হয়েছে সরকারি নির্দেশিকায় - ◆ ০১.০৪.২০২০ থেকে যাদের অন্তর্দয় কার্ড তারা প্রতি পরিবার পাবে চাল ১৫ কেজি, আটা ১৯ কেজি। ◆ যাদের পি এইচ,এইচ কার্ড তারা পাবে ২ কেজি চাল এবং ২কেজি ৮৫০ গ্রাম আটা প্রতি কার্ড। ◆ যাদের এস.পি.এইচ.এইচ. কার্ড তারা পাবে সমান পরিমান চাল ও আটা। প্রতি কার্ড পি.এইচ.এইচ যাদের মত,এদের ফ্রি, যাদের কার্ড আর.কে.