Skip to main content

Posts

Showing posts from October, 2020

পুজোর মুখে মানুষের পাশে "হুজুগে Friends"

  একনজরে প্রতিবেদন: আজ "হুজুগে Friends" এর সদস‍্য সদস‍্যাদের চেষ্টায় চন্দননগর রেললাইন ধারের ১০০ জন মানুষকে নতুন জামা, মাস্ক, স‍্যানিটারী ন‍্যাপকিন, স‍্যানিটাইজার তুলে দেওয়া হয়।ওদের মুখে  হাসি  ফোটানোর জন‍্য হুজুগে ফ্রেন্ডস সংগঠন টি আগেও এরকম উদ্যোগ গ্রহণ করেছিল। এবারে অনেক বেশি মানুষ কে এক ছাদের তলায় আনতে পেরেছে তারা। সংগঠন এর এক সদস্যর কথায় জানা গেল পকেটের পয়সা বাঁচিয়ে কলেজ পড়ুয়া রা এই উদ্যোগ নিয়েছে, আগামী দিনে আবারও এই ধরনের কাজ করা হবে বলে জানায় সদস্যরা।।

সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি

   একনজরে প্রতিবেদন :সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলা শাসক অফিসে বেশ কিছু দাবিকে সামনে রেখে 23 টি জেলা তেই  অনির্দিষ্ট কালের ধর্না কর্মসূচি সংঘটিত হচ্ছে । সামাজিক দূরত্ব বিধি মেনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ  কর্মসূচি পালিত হয় ।              সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মিডিয়া সেল এর পক্ষ থেকে মিডিয়া পার্সন তথা SBGSKS হুগলি জেলার কমিটির সদস্য লক্ষ্মীকান্ত দত্ত বলেন, লোকসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে মা মাটি মানুষের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় SAVRP দের কে সিস্টেমের মধ্যে আনার কথা ঘোষণা করেছিলেন। দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো সিস্টেমের মধ্যে সোশ্যাল অডিট ভিলেজ রিসোর্স পারসন দেরকে আনা হয়নি ।                 বর্তমানে সোশ্যাল অডিট ভি আর পি র অবস্থা খুবই করুন , 2015-16 অর্থ বর্ষে , পরীক্ষা পদ্ধতি মেনে নিয়োগ করা হয়েছিল সামাজিক নিরীক্ষা কাজ করার জন্য । মূলত এম জি এন আর ই জি এ , বাংলা আবাস যোজনা , জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প ,  র উপর । বছরে দুবার কাজ

কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের জনবিরোধী কৃষি নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে শহর চুঁচুড়া র বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা চলে। সারাদিন ব্যাপী এই সভা থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতা কর্মীরা। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, কৃষি বিল দেশের কৃষকদের ওপর এক আক্রমণ।  সর্বাত্মক প্রতিবাদ না হলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে। তৃণমূল নেত্রী শ্রাবণী দাস বলেন- এই সরকার একের পর এক জনবিরোধী নীতির প্রয়োগ করে চলেছে, আমরা চুপ করে থাকতে পারি না। তাই প্রতিবাদ কর্মসূচি। বিভিন্ন জায়গায় সাম্প্রতিক উত্তরপ্রদেশের ধর্ষণ নিয়ে যোগী সরকার কে কটাক্ষ করতেও শোনা যায়।

বলাগড়ে এস ইউ সি আই এর প্রতিবাদ সভা

  সংবাদদাতা: আজ SUCI(C) পার্টি র বলাগড় ব্লক কমিটির পক্ষ থেকে রেল সহ দেশীয় সম্পত্তি গুলি বেসরকারিকরণের বিরুদ্ধে, সর্বনাশা কৃষি বিল বাতিলের দাবিতে, সার বীজ কীটনাশক এর দামের ক্ষেত্রে সরকারি ভর্তুকির  দাবিতে, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে,নারী নির্যাতন রোধে প্রশাসন কে কঠোর ব্যবস্থা নিতে হবে , বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি সহ দশ দফা দাবিতে হুগলী জেলার বলাগড় ব্লকে ডেপুটেশন দেওয়া হয় ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই দাবি তে এলাকায় মিছিল করা হয়।  ব্লক কমিটির পক্ষ থেকে কমরেড শঙ্কর দাস, কমরেড শুকদেব বিশ্বাস , কমরেড চন্দন শিকারী বক্তব্য রাখেন। তাঁরা সরকারের এই জনবিরোধী নীতি গুলির বিরুদ্ধে সারাদেশে আন্দোলন চলার পাশাপাশি ব্লক সহ  জেলার সর্বত্র এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।একই সঙ্গে রাজ্য সরকারের জনবিরোধী নীতি র বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।মদ নিষিদ্ধ করার দাবি জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে পথে নামতে আবেদন করেন।