জনবার্তা ডিজিটাল: তৃণমূল নেতা দিলীপ রামের হত্যার প্রতিবাদে তৃণমূলের ডাকে চুঁচুড়া বনধ কার্যত সফল। এদিন সকাল থেকেই চুঁচুড়ার প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়, খাদিনা মোড়ের অধিকাংশ দোকানপাঠ ছিল বন্ধ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাসও আজ ছাড়েনি। এমনকি অটো ও টোটোও ছিল প্রায় বন্ধ। শহর বিজেপির তরফ থেকে এই বনধ সমর্থন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেস এই বনধকে সর্বাত্মক সফল করার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে লোকসভার পর থেকে চুঁচুড়ায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। এই পরিস্থিতি সামলানোর জন্য প্রশাসনকে দ্বায়িত্ব নিতে হবে। এক কথায় আজকের তৃণমূলের ডাকা চুঁচুড়া বিধানসভা বনধ সফল এবং চুঁচুড়ার পাঙ্খাটুলিতে কৌটো বোমা বিস্ফোরণ ছাড়া মোটের উপর শান্তিপূর্ন।।