Skip to main content

Posts

Showing posts from June, 2019

তৃণমূল নেতা হত্যার প্রতিবাদে চুঁচুড়া বনধ সফল এবং মোটের উপর শান্তিপূর্ণ - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল: তৃণমূল নেতা দিলীপ রামের হত্যার প্রতিবাদে তৃণমূলের ডাকে চুঁচুড়া বনধ কার্যত সফল। এদিন সকাল থেকেই চুঁচুড়ার প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়, খাদিনা মোড়ের অধিকাংশ দোকানপাঠ ছিল বন্ধ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাসও আজ ছাড়েনি। এমনকি অটো ও টোটোও ছিল প্রায় বন্ধ। শহর বিজেপির তরফ থেকে এই বনধ সমর্থন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেস এই বনধকে সর্বাত্মক সফল করার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে লোকসভার পর থেকে চুঁচুড়ায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। এই পরিস্থিতি সামলানোর জন্য প্রশাসনকে দ্বায়িত্ব নিতে হবে। এক কথায় আজকের তৃণমূলের ডাকা চুঁচুড়া বিধানসভা বনধ সফল এবং চুঁচুড়ার পাঙ্খাটুলিতে কৌটো বোমা বিস্ফোরণ ছাড়া মোটের উপর শান্তিপূর্ন।। 

চুঁচুড়া তোলাফটকে রাস্তায় ধস, রাতারাতি সরানোর কাজে উদ্যোগী পুরসভা - Janobarta Digital

জনবার্তা ডেস্ক : হুগলী চুঁচুড়া পুরসভার ২৯ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝে ব্যস্ত রাস্তায় ধস। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই নেমে যাচ্ছিল রাস্তার একাংশ। গতকাল রাত ৯টা নাগাদ হটাৎই ধসে গিয়ে মাটির নীচে চলে যায় রাস্তার একদিক।  তৎক্ষণাৎ চুঁচুড়া পুরসভার তৎপরতায় আধ ঘন্টার মধ্যে রাস্তা খোঁড়ার কাজ শুরু করে দেয় এবং বিপর্যস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে আজ সকাল থেকেই বেশ যানজটের কবলে পড়ে তোলাফটক অঞ্চল। পুরসভা সূত্রের খবর, আজ রাত ৯টা থেকে শুরু হবে রাস্তা সারাই এর কাজ, আশা করা যায় ১ - ২ দিনের মধ্যে ধসে যাওয়া রাস্তা চলার যোগ্য করে দেওয়া হবে। নাগরিক সচেতনতায় সকাল থেকে মাইকিং করা হয় প্রশাসনের তরফে। ব্যহত চুঁচুড়া থেকে চন্দননগরের একাংশের যান চলাচল।।

"আব হড় যত মন মিদুআ", এই স্লোগানে একত্রিত জেলার আদিবাসীরা - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন : দীর্ঘদিন ধরে আদিবাসীরা বঞ্চিত তাদের অধিকার থেকে।তাদের ভাষা,সরকারি স্বীকৃতি সহ একধিক দাবী নিয়ে ২৫ ও ২৬ জুন চুঁচুড়া ঘড়ির মোড়ে জেলার আদিবাসী মানুষ অবস্থান বিক্ষোভ জানান। জেলার আদিবাসী নেতা পগন মুর্মু, বিশ্বনাথ মুর্মু সহ একধিক নেতা কর্মী এদিন ছিলেন এই সভাতে।সিপিআইএমএল নেতা সজল  অধিকারী যোগ দেন এই সভাতে।২৬ তারিখ ডিএম এর কাছে ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি।এ ব্যাপারে পগন ও বিশ্বনাথ বাবু বলেন -

সিঙ্গুরে সিঁদুরে মেঘ, গোপালনগর পঞ্চায়েত ঘেরাও বিজেপির - Janobarta Digital

সিঙ্গুরে সিঁদুরে মেঘ    শংকর দাস: সিঙ্গুর গোপাল নগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে ডেপুটেশন দিলো বিজেপি।।