জনবার্তা: হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বর্ষ স্বনির্ভর গোষ্ঠীর মেলা ইতিমধ্যেই জমে উঠেছে, এবছর মোট স্টলের সংখ্যা ৫৩টি। চুঁচুড়ার স্বনির্ভর গোষ্ঠী গুলি ছাড়াও পার্শবর্তী জেলার বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠী এবারে মেলায় অংশগ্রহণ করেছে। হাতে তৈরী কাঠের জিনিস, গহনা, মেয়েদের পোশাক ছাড়াও থাকছে বিশেষ ধরনের চপ ও পাটিসাপ্তা। দুপুর থেকেই মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। জনৈক ক্রেতা জানালেন, ঘর সাজানোর দ্রব্যগুলি অনন্য সুন্দর হওয়াতে এখান থেকে কিনছেন তিনি। হুগলী চুঁচুড়া পৌরসভার স্বনির্ভর দপ্তরের একাধিক আধিকারিকের বক্তব্য দ্বিতীয় বছরেই মেলা যে ভাবে সাফল্যের মুখ দেখেছে আগামী দিনে তা আরও বাড়বে। এপ্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সি. আই. সি সদস্য জয়দেব অধিকারী বলেন......