জনবার্তা: যুগ বদলেছে, সেই সাথে বদলেছে মানুষের নববর্ষের শুভেচ্ছা জানানোর ধরন। ভারতীয় সংস্কৃতির ইতিহাসের দিকে দেখতে গেলে দেখা যাবে একটা সময় রাজারা নতুন বর্ষে পার্শবর্তী রাজ্যের রাজাকে উপহার স্বরূপ ঘোড়া বা গরু পাঠাতেন। রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার সাথে সাথে এপ্রথাও লোপ পেয়েছে।
দীর্ঘদিন ধরে ইংরাজী নববর্ষের শুভেচ্ছা জানাতে একে অপরকে কার্ড দেওয়ার রীতি চলে আসছে। তবে, হাল আমলে এর প্রভাব বেশক্ষীণ বর্তমান ডিজিটালের যুগে শুভেচ্ছা বার্তা লোকে সেরে নিচ্ছে ফোনেই, শেষ কয়েক বছর এই রীতিই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এবছর উলটপুরাণ, ডিজিটাল মাধ্যমের সাথে সাথে কার্ডের বিক্রিবাট্টাও বেশ ভালো। এপ্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন।।
Comments
Post a Comment