একনজরে হুগলী চুঁচুড়া প্রতিবেদন : শনি ও রবিবার রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী ৪৮ ঘন্টায় গোটা রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির হওয়ার পূর্বাভাস দিল অলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিমবঙ্গ ও বিহারের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত, তার জেরেই তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখার জেরেই রাজ্যে টুকছে জলীয়বাষ্প। আগামী সপ্তাহের শুরুতেও হতে পারে ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।।
Advertisement
★★★★★★★★★★★★★★★★★★
একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে....
ও সাহিত্য পত্রিকা......
Official Blogpost of Eknojore Hooghly Chuchura







Comments
Post a Comment