Skip to main content

Posts

AIDSO র প্রতিষ্ঠা দিবসে সভা চুঁচুড়ায়

  একনজরে প্রতিবেদন: ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের ধারায় ১৯৫৪ সালে ২৮শে ডিসেম্বর বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও র  প্রতিষ্ঠা হয়। আজ ৬৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীরা গুপ্তিপাড়া, বৈঁচি,সোমড়া বাজার ,রিষড়া,চরকৃষ্ণবাটি, তারকেশ্বর,নালিকুল সহ জেলার সমস্ত ইউনিটে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পথসভা করে ।পাশাপাশি চুঁচুড়া ও শ্রীরামপুরে ছাত্র সভা অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ও শ্রীরামপুরে বক্তব্য রাখেন যথাক্রমে রাজ্য কমিটির অফিস সম্পাদক কমরেড সম্পা সিরিন ও রাজ্য কমিটির সদস্য কমরেড সন্দীপন জানা। সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটির সহসভাপতি কমরেড সুভাষ দাস ও কমরেড কবিতা শিকারী। জেলার স্কুল কলেজ থেকে এই দুই সভায় ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে সমবেত হয়। সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০  ,শিক্ষায় পি পি পি মডেল ও মেডিক্যাল সহ  সরকারি স্কুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে সংগঠনের নেতা কর্মীরা। সভা শেষে শহরে মিছিল বের করে তারা।

এ আই সি সি টি ইউর ৫ম হুগলি জেলা সম্মেলন

  একনজরে প্রতিবেদন: গতকাল চুঁচড়ার চৌবে লজে সি পি আই ( এম এল ) লিবারেশন এর শ্রমিক সংগঠন এ আই সি সি টি ইউর ৫ম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধ গোন্দলপাড়া, এঙ্গাস  নর্থ শ্যামনগর জুট মিল, জয়শ্রী টেক্সটাইল, মিড ডে মিল ও নির্মাণ ক্ষেত্রের ১৫০ জন  শ্রমিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন । এ আই সি সি টি ইউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু ও সভাপতি অতনু চক্রবর্তী এই সম্মেলনে উপস্থিত ছিলেন। শ্রমকোড বাতিল , প্রকল্প ও নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, মর্যাদা বন্ধ কারখানা খোলা , নিয়োগে দুর্নীতি বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় । সম্মেলনের শেষে ঘড়ির মোড় অবধি মিছিলে পা মেলান প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

প্রথম দিনেই চরম উন্মাদনা হুগলি চুঁচুড়া বইমেলায়

  একনজরে প্রতিবেদন:শুরুর দিনেই হুগলী চুঁচুড়া বই মেলায় নজরকাড়া ভিড়। ৭৪ টি স্টল নিয়ে এবারের বইমেলা সজ্জিত। অন্যান্য বার যেখানে প্রথম দিন প্রকাশক ও বই বিক্রেতা স্টলে পেরেক মারতে ব্যস্ত থাকেন এবারে প্রথম দিন তারাই গুনে নিচ্ছেন টাকা। যুগ্ম সম্পাদক গোপাল চাকরির কথায় এ দৃশ্য আগে চুঁচুড়া বইমেলা কখনো দেখেনি। ঘন্টা বাজিয়ে ১৪ তম হুগলী চুঁচুড়া বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরী। এক প্রকাশক বলেন প্রথম দিনই বই বিক্রি হয়েছে প্রায় দেড় হাজার টাকার। প্রথম দিন থেকেই একাধিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।নাচ, আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে সমগ্র বইমেলার সন্ধ্যা ছিল জমজমাট।

বইমেলার পদযাত্রায় বিপুল জনসমাগম

  একনজরে প্রতিবেদন: বইয়ের জন্য হাঁটুন সুস্থ সংস্কৃতির জন্য হাঁটুন এই বার্তা নিয়ে হুগলি চুঁচুড়া বইমেলা আজ এক বিশাল পদযাত্রার আয়োজন করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রায় ৭০০ মানুষ ৩০ টি সংগঠন ও ক্লাব ব্যান্ড । পদযাত্রায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।চুঁচুড়ার পিপুলপাতি থেকে এই পদযাত্রার সূচনা হয় শেষ হয় মেলা প্রাঙ্গণে। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে মেলার যুগ্ম সম্পাদক গোপালচাকি বলেন শিক্ষার মূল একক বই সেই বইয়ের জন্য এত মানুষ একসাথে পথ হেঁটেছেন এটা দেখে ভালো লাগছে। তিনি এবারের বইমেলায় রেকর্ড বিক্রির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। গোপাল বাবু আরও বলেন আজকের মিছিলের বিপুল জনসমাগম বইমেলার সাফল্যের বার্তাকে ত্বরান্বিত করছে। Advertisement

২৩ নং ওয়ার্ডে রক্তদান শিবির

  একনজরে প্রতিবেদন: ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রক্ত দেন এলাকার ৫০ জন প্রতিনিধি। রক্তদান কে কেন্দ্র করে এদিন ২৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হল হয়ে ওঠে এক উৎসব প্রাঙ্গণ। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। রক্ত সংগ্রহে আসা ব্লাড ব্যাংকের এক প্রতিনিধি বলেন রক্তের ঘাটতি সব সময় রয়েছে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এটা দেখে ভালো লাগছে। সব মানুষের মধ্যে এই সচেতনতা যদি বৃদ্ধি পায় তাহলে আগামী দিনে রক্ত সংকট মিটবে বলে আশা করেন তিনি। এ প্রসঙ্গে ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী বলেন - Advertisement 

রেকর্ড বই বিক্রীর ডাক হুগলি চুঁচুড়া বইমেলার

  একনজরে প্রতিবেদন: ১৪ তম হুগলি চুঁচুড়া বইমেলা শুরু হচ্ছে আগামী ১০ ডিসেম্বর।চলবে ১৮ ডিসেম্বর অবধি। আজ এক সাংবাদিক সম্মেলনে বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকী বলেন গত বছরের থেকে এবারে আরও বেশি বই বিক্রীর ভাবনা নিয়ে নামছে মেলা কমিটি।আগামী কাল থাকছে বিশাল পদযাত্রা।এবারে অনেক বেশি বই এর স্টল ও জায়গা থাকছে মেলায়।এবারে স্টলের সংখ্যা ৭৪।এই প্রথম কেরিয়ার কাউন্সিলিং এর জন্য থাকছে আলাদা স্টল।মেলার পত্রিকা সমকাল ও বিবৃতি এখনও অবধি সবথেকে বড় মাপের পত্রিকা হতে যাচ্ছে।তিনি আরও বলেন এবারে সমাপ্তি অনুষ্ঠানে থাকছে বড় চমক।তবে সেটা কি এখুনি তিনি বলতে নারাজ।

নভেম্বর বিপ্লব বার্ষিকীতে চুঁচুড়ায় এসইউসিআই (কমিউনিস্ট)এর সভা

একনজরে প্রতিবেদন:মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে এসইউসিআই (কমিউনিস্ট)এর চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করা হয়। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গোপাল বিশ্বাস। তিনি বলেন, 'মহান নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে ভারতবর্ষের বুকে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষক শ্রমিক মেহনতী মানুষের ঐক্যকে সূদৃঢ় করে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মার্ক্সবাদ -লেনিনবাদ -কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে জনগণের মধ্যে বিপ্লবী রাজনীতিকে নিয়ে যেতে হবে।'এই সভার সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটি সম্পাদক কমরেড সন্তোষ ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

AIARLA র সপ্তম জাতীয় সম্মেলন

 একনজরে প্রতিবেদন:সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ( aiarla) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে  ১৪ ও ১৫ নভেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে।সারা দেশ থেকে প্রায় ৯০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।আয়ারলার পঃবঙ্গ রাজ্য সম্পাদক সজল অধিকারী স্বাগত ভাষণে বলেন,কেন্দ্র রাজ্যের কাজিয়ায় ১০০ দিনের কাজ বন্ধ। সরকার তার নিজের ঘোষিত ন্যূনতম মজুরীও দিচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়াই গড়ে তুলতে চাই। বুলডোজার রাজকে প্রতিরোধ করার লক্ষ্যে এই সম্মেলন সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদ আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। একে রুখে দিতে এই সম্মেলন গরীব মেহনতী মানুষের এক জাগরণের বার্তা তুলে ধরবে।সভায় উপস্থিত হয়ে  সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন -