Skip to main content

Posts

নভেম্বর বিপ্লব বার্ষিকীতে চুঁচুড়ায় এসইউসিআই (কমিউনিস্ট)এর সভা

একনজরে প্রতিবেদন:মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে এসইউসিআই (কমিউনিস্ট)এর চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করা হয়। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গোপাল বিশ্বাস। তিনি বলেন, 'মহান নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে ভারতবর্ষের বুকে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষক শ্রমিক মেহনতী মানুষের ঐক্যকে সূদৃঢ় করে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মার্ক্সবাদ -লেনিনবাদ -কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে জনগণের মধ্যে বিপ্লবী রাজনীতিকে নিয়ে যেতে হবে।'এই সভার সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটি সম্পাদক কমরেড সন্তোষ ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

AIARLA র সপ্তম জাতীয় সম্মেলন

 একনজরে প্রতিবেদন:সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ( aiarla) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে  ১৪ ও ১৫ নভেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে।সারা দেশ থেকে প্রায় ৯০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।আয়ারলার পঃবঙ্গ রাজ্য সম্পাদক সজল অধিকারী স্বাগত ভাষণে বলেন,কেন্দ্র রাজ্যের কাজিয়ায় ১০০ দিনের কাজ বন্ধ। সরকার তার নিজের ঘোষিত ন্যূনতম মজুরীও দিচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়াই গড়ে তুলতে চাই। বুলডোজার রাজকে প্রতিরোধ করার লক্ষ্যে এই সম্মেলন সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদ আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। একে রুখে দিতে এই সম্মেলন গরীব মেহনতী মানুষের এক জাগরণের বার্তা তুলে ধরবে।সভায় উপস্থিত হয়ে  সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন -

২য় বছর বই পার্বণ

  একনজরে প্রতিবেদন:গত ২৬ থেকে ২৮ অক্টোবর চুঁচুড়ার রবীন্দ্রভবন মুক্ত মঞ্চে আয়োজিত হল এবং অধ্যায় পত্রিকা ও প্রকাশনার পক্ষ থেকে তিন দিনের বই - পার্বণ। তিন দিনের এই পার্বণে ছিল বিভিন্ন প্রকাশনার বইয়ের টেবিল। ছিল কবিতা পাঠ,গল্প পাঠ, আলোচনা সভা ও বই প্রকাশ।মেলা মঞ্চে তিন দিনে প্রায় ৫০ জন কবির কবিতা পাঠ ও ১০ জন গল্পকারের গল্পপাঠ ছিলো অন্যতম আকর্ষণ।উদ্যোগক্তাদের পক্ষ থেকে জানানো হয়,পুজোর ঠিক পরেই স্থানীয় পাঠকদের কাছে বই পৌঁছে দিতেই এই আয়োজন। দ্বিতীয় বছরের বই পার্বণ মঞ্চে উপস্থিত ছিলেন জেলার ও শহরের বিশিষ্ট কবি ও লেখক। আগামীদিনে এই পার্বণ বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে যাবে বলে উদ্যোগী প্রকাশনা এবং অধ্যায় থেকে জানানো হয়।

হুগলি চুঁচুড়া বইমেলার বিজয়া সম্মিলনী

  একনজরে প্রতিবেদন : আজ বিকালে চুঁচুড়া র জ্যোতিষ ভবনে একবারে অন্য ধারায় বিজয়া সম্মিলনী পালন করলো হুগলি চুঁচুড়া বইমেলা ও সমকাল ও বিবৃতি পত্রিকা ।কবিতা গান সুর চা বিস্কুট ও সন্দেশ দিয়ে প্রায় ঘন্টা তিনেক ৫০ জন মানুষকে নিয়ে টানটান এক অনুষ্ঠান।৩৯ জনের কবিতা পাঠ,বেশ কিছু মানুষের আলোচনা অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। সথে  ছিল নাট্যকার রঞ্জন রায়ের গান।এই অনুষ্ঠানের সাথেই শুরু হয়ে গেল হুগলি চুঁচুড়া বইমেলার কাউন্টডাউন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে,কবি দেবাশিস রায়,নিত্যারঞ্জন দেবনাথ,সনৎ দে,হরিৎ বন্দোপাধ্যায় সহ একাধিক কবি। এ প্রসঙ্গে মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকী বলেন -

যত বড় নেতা তত বড় চোর: সুজন চক্রবর্তী

  একনজরে প্রতিবেদন: চোর ধরো জেল ভরো এই দাবীতে হুগলি জেলা বামফ্রন্টের ডাকে চুঁচুড়ায়  এক সমাবেশের আয়োজন করা হয় । জেলা নেতাদের পাশাপাশি এদিন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।সভামঞ্চ থেকে স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আক্রমণ শানাতে থাকেন তিনি।স্লোগান তোলেন ওয়ান টু থ্রী ফোর তৃণমূলের সবাই চোর।এই স্লোগানে উপস্থিত মানুষ গলা মেলান।সুজন বাবু বলেন এই স্লোগান দেবেন না কারণ এখনও অনেক কর্মী আছেন যারা চুরি করেন না,তাই বলুন যত নেতা তত চোর।এর সাথে তিনি বলেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর।আগামী পঞ্চয়েত নির্বাচনে ঝান্ডা নিয়ে প্রতিরোধের কথা বলেন তিনি।এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি বলেন সুজন বাবু নিজের বিধানসভায় হেরে গেছেন,মানুষ তাকে বিচ্ছিন্ন করেছে, আগে তিনি জনগণের নেতা হয়ে উঠুন তারপর তাকে নিয়ে মন্তব্য করবো।

ইডি যদি বাপের বেটা হয় অমিত শাহ কে গ্রেপ্তার করুক: অসিত মজুমদার

  একনজরে প্রতিবেদন: বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন বিজেপি চক্রান্ত করে ইডি ও সিবিআই দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করতে চাইছে। আমি ভয় পাইনা।সভায় মুখ্য বক্তা ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।তিনি বলেন আগামীদিনে আমার বিধায়কের ওপর আক্রমণ হলে কর্মীরা চুপ করে বসে থাকবে না।মমতা বন্দ্যোপাধ্যায় বদলের পর বদলা নিতে বারণ করেছিলেন,তাই আমরা কোনও বাজে আচরণ করিনি।আগামী দিনেও করবো না,তবে এটা বারবার হতে পারেনা।সভায় বিপুল মানুষের উপস্থিতিতে এই কর্মসূচী আগামী দিনে তৃণমূলকে অক্সিজেন দেবে বলেই মনে করেন নেতৃত্ব।সভায় অসিত বাবু ও কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অমিত রায়,শেখ মেহবুব রহমান,গোবিন্দ দাশগুপ্ত সহ শহরের ও জেলার নেতৃত্ব।

রাখী বন্ধনে সৌভ্রাতৃত্বর ছবি চুঁচুড়ায়

  একনজরে প্রতিবেদন : আজ ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়।পথচলতি মানুষদের হাতে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্বর বার্তা দেওয়া হয়।আয়োজক শ্রাবণী দাস বলেন এই উত্তাল সময়ে মানুষের মধ্যে ভালোবাসার বার্তা দিতেই এই উদ্যোগ। এই অনুষ্ঠানে বিধায়ক অসিত মজুমদার উপস্থিত হয়ে বলেন - 

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।