Skip to main content

Posts

স্বরসংগমের পঞ্চম বার্ষিক অনুষ্টান হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে - Janobarta Digital

জনবার্তা : স্বরসংগমের পঞ্চম বার্ষিক অনুষ্টান হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। স্বরসংগমের ছাত্র ছাত্রীদের সম্মিলিত প্রচেস্টায় সমগ্র অনুস্থান হয়ে ওঠে প্রাণচঞ্চল। এ প্রসঙ্গে সংগঠন এর কর্ণধার সুকন্যা ঘোষ বলেন....  

আসন্ন চুঁচুড়া লিটিল ম্যাগাজিন মেলা ২০১৯ প্রসঙ্গে কি বললেন কবি ও গীতিকার অরুণ চক্রবর্তী ?

দেখুন ভিডিও ↓

সান্তা সেজে শিক্ষক হাজির নিজের স্কুলে - Janobarta Digital

সান্তা সেজে শিক্ষক হাজির নিজের স্কুলে ছবিঃ সূত্রের  শুভদীপ দে, ২৪.১২.২০১৮: রাত পোহালেই ২৫ শে ডিসেম্বর আজ রাতেই সান্তা হানা দেবে শিশুদের মোজার ভিতরে। বিশেষত ২৫শে ডিসেম্বরে শিশুদের উপহার দেওয়ার উদ্দেশ্যেই সান্তার আবির্ভাব। চুঁচুড়া কনকশালী প্রাথমিক বিদ্যালয়ের শিশুপ্রেমী শিক্ষক পার্থ প্রতিম দত্ত নিজের স্কুলে হাজির হলেন সান্তা সেজে। ছবিঃ সূত্রের  অকাতরে বিলিয়ে দিলেন লজেন্স, বিস্কুট সহ একাধিক উপহার। হটাৎ এই রূপে প্রিয় শিক্ষককে দেখে ছাত্র-ছাত্রীরাও আনন্দিত। স্কুলের শিক্ষকরাও আনন্দ ভাগ করে নিলেন সেল্ফি তোলার মধ্যে দিয়ে। ছবিঃ সূত্রের  এপ্রসঙ্গে পার্থ বাবু বলেন, শিশুরা জাতির ভবিষৎ। ওদের আনন্দ দিতে পরে আমিও আনন্দিত তিনি আরও বলেন, বড়দিন শুধুমাত্র প্রভু যীশুর জন্মদিন নয়, এদিন হলো সারা পৃথিবীর মানুষের কাছে সম্প্রীতির দিন।। ―——————————————————————————————————————— ADVERTISEMENT

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর মেরীর মাঠে হকি টুর্নামেন্ট - Janobarta Digital

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর মেরীর মাঠে হকি টুর্নামেন্ট রাজেশ মন্ডল, হুগলী : চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে চন্দননগর মেরীর মাঠে অনুষ্ঠিত হলো এক হকি টুর্নামেন্ট এর। কমিশনারেটের পাশাপাশি চন্দননগর দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার সহ বিভিন্ন স্তরের আধিকারিকবৃন্দ। বাচ্ছা থেকে বুড়ো সকলকেই এদিন হকির ব্যাট হাতে দেখা যায়। খেলা শুরুর প্রথমে সকল খেলোয়াড়দের সাথে করমর্দন করে খেলার সূচনা করেন কমিশনার অজয় কুমার। এদিনের টুর্নামেন্ট প্রসঙ্গে অজয় বাবু বলেন....,, দেখুন ভিডিও...।।

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা' - Janobarta Digital

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা'  জনবার্তা : গত ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় চুঁচুড়ার হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো টিম বক্সিং প্রতিযোগিতা ২০১৮। পরাধীন ভারতে নির্মিত বক্সিং রিঙে খেলা অনুষ্ঠিত হয়। ১৯৪০ সালে শুরু হয় এই রিঙের পথচলা। এরপর,  ১৯৭৪ সাল নাগাদ বন্ধ হয়ে যায় এই রিঙে। পরে ২০১৫ সালে আবার শুরু হয় এই রিঙে বক্সিং প্র্যাক্টিস ও প্রতিযোগিতা। এখন বিগত ৩ বছর ধরেই চলছে এই প্রতিযোগিতা। জেলা স্তরের মোট ১৮জন ছেলে ও মেয়ে এদিনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জানা যায় আগামী মার্চ মাসে এই বক্সিং রিঙে একটি রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং এসোসিয়েশন তরফে এক সদস্য বলেন....,,দেখুন ভিডিও..।।

চন্দননগর প্রবর্তক আপনালয় চিলড্রেনস হোমের তৃতীয় বর্ষ উদযাপন - Janobarta Digital

চন্দননগর প্রবর্তক আপনালয় চিলড্রেনস হোমের তৃতীয় বর্ষ উদযাপন জনবার্তা, ২৩.১২.২০১৮ : চন্দননগর গোস্বামী ঘাট প্রবর্তক আপনালয় চিলড্রেনস হোমের তৃতীয় বর্ষ উদযাপন। গত ২০১৬ সালে পথ চলা শুরু করেছিল এই চিলড্রেনস হোম। প্রবর্তক সঙ্ঘের প্রতিষ্ঠা মতিলাল রায়, তাঁরই দেখানো পথে মানুষের সেবায় এখনো সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে প্রবর্তক আপনালয়।  গত রবিবার বিকালে প্রবর্তক সঙ্ঘ প্রাঙ্গনে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয়। উপস্থিত ছিলেন, চন্দননগর পুরনিগমের কমিশনার সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান প্রসঙ্গে আপনালয়ের সম্পাদক বলেন....,,দেখুন ভিডিও।।

চুঁচুড়া ময়দানে কৃষি মেলার সূচনা, নজর কেড়েছে গ্রাম থেকে শহরের বাসিন্দাদের - Janobarta Digital

চুঁচুড়া ময়দানে কৃষি মেলার সূচনা, নজর কেড়েছে গ্রাম থেকে শহরের বাসিন্দাদের জনবার্তা, ২৩.১২.২০১৮ : গতকাল সকালে রাজ্যে সরকারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে সূচনা হলো সদর মহকুমা ও ব্লক স্তরের এক কৃষি মেলার। মেলায় মূলত অধিনায়ক কৃষিকাজের যন্ত্র থেকে বিভিন্ন আকারের সবজি ও কৃষিজাত দ্রব্যের প্রদর্শনী করা হয়। এদিন সকালে রাজ্যের দুই মন্ত্রী তপন দাসগুপ্ত ও অসীমা পাত্র'র উপস্থিতি মেলার উদ্বোধন হয়। তপন দাসগুপ্ত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা করেন। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক, পুরপ্রধান সহ প্রশাসনিক স্তরের আধিকারিকবৃন্দ। এই মেলার মধ্যে দিয়ে কৃষিকদের আধুনিক কৃষি পদ্ধতি প্রসঙ্গে ওয়ার্কশপ করা হবে বলে জানা যায়। এপ্রসঙ্গে মন্ত্রী তপন দাসগুপ্ত বলেন....

রাত পোহালেই বড়ো দিন, সেজে উঠেছে হুগলীর ব্যান্ডেল চার্চ - Janobarta Digital

রাত পোহালেই বড়ো দিন, সেজে উঠেছে হুগলীর ব্যান্ডেল চার্চ রাজেশ মন্ডল, হুগলী: রাত রাত পোহালেই বড়দিন, খ্রীষ্ট ধর্ম গুরু যীশু খ্রীষ্টের জন্মদিন। গোটা বিশ্বে এই দিনটি মহা সমারহে পালিত হয়, বাদ যায়না আমাদের জেলাও। তাই এই উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে হুগলী জেলার মানচিত্রের ঐতিহ্য প্রাচীন ব্যান্ডেল ব্যাসেলিকা। রাজ্য সরকারের উদ্যেগে ও হুগলী চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় আলোক সজ্জায় সজ্জিত ব্যান্ডেল চার্চ। ভিড় করছেন দূর দূরান্তের বহু দর্শনার্থী। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চার্চ চত্তর। সব মিলিয়ে এই ঠান্ডার মরশুমে ব্যান্ডেল চার্চ জমে ক্ষীর। এপ্রসঙ্গে চার্চ এর ফাদার, হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী ও স্থানীয় কাউন্সিলর বলেন...,,দেখুন ভিডিও।।