Skip to main content

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা' - Janobarta Digital

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা' 

জনবার্তা : গত ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় চুঁচুড়ার হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো টিম বক্সিং প্রতিযোগিতা ২০১৮। পরাধীন ভারতে নির্মিত বক্সিং রিঙে খেলা অনুষ্ঠিত হয়। ১৯৪০ সালে শুরু হয় এই রিঙের পথচলা। এরপর,  ১৯৭৪ সাল নাগাদ বন্ধ হয়ে যায় এই রিঙে। পরে ২০১৫ সালে আবার শুরু হয় এই রিঙে বক্সিং প্র্যাক্টিস ও প্রতিযোগিতা। এখন বিগত ৩ বছর ধরেই চলছে এই প্রতিযোগিতা। জেলা স্তরের মোট ১৮জন ছেলে ও মেয়ে এদিনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জানা যায় আগামী মার্চ মাসে এই বক্সিং রিঙে একটি রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং এসোসিয়েশন তরফে এক সদস্য বলেন....,,দেখুন ভিডিও..।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।