Skip to main content

Posts

Showing posts from July, 2023

সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  একনজরে প্রতিবেদন:শিক্ষক ও অধিকার রক্ষা আন্দোলনের অক্লান্ত যোদ্ধা সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো ৩০ জুলাই চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এই স্মরণ সভা আয়োজন করে সনৎ রায়চৌধুরী স্মৃতি রক্ষা কমিটি।গত ১জুলাই  দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৪ বছর।নকশাল আন্দোলনে জড়িয়ে পরে জেল খাটেন ৭০ এর উত্তাল সময়ে। তৈরী করেছেন অসংখ্য ছাত্র।তার মৃত্যু শহর চুঁচুড়ার অপূরণীয় ক্ষতি। আজীবন কমিউনিস্ট থেকেও সব দলের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল পাহাড় প্রমাণ।অনুষ্ঠান মঞ্চে সনৎ বাবুর স্মৃতিচারণ করেন CPIML এর পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, এপিডিআর এর অমিতদ্যুতি কুমার,অমল রায়,বইমেলার সম্পাদক গোপাল চাকী সহ একাধিক মানুষ। ভীড়ে ঠাসা সভাঘরে সনৎ রায়চৌধুরীর স্মৃতিচারণ অনুষ্ঠান মর্মস্পর্শী হয়ে ওঠে মেহুলি চক্রবর্তীর গানে।

চুঁচুড়ায় সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  অসিত কুমার রায়: গতকাল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ও নকশাল নেতা  সনৎ রায়চৌধুরী-র 'স্মরণ সভা' আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী ছাত্র-ছাত্রীবৃন্দ , গুণগ্রাহী সহকর্মীবৃন্দ , বহু সাধারন মানুষ এবং জনপ্রতিনিধিবৃন্দ !  প্রতিকৃতিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মহাশয় , পৌরপ্রধান অমিত রায় মহাশয় , পৌরপিতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দত্ত ! দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অমিতদ্যূতি কুমার মহাশয় গণ-আন্দোলনের দিনগুলির নানান ঘটনার স্মৃতিচারণ করেন ! শ্রমজীবী হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা সনৎবাবুর জনসেবায় আত্ম-নিয়োগের নানান ঘটনা তুলে ধরেন ! ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক ও বিখ্যাত ফুটবল খেলোয়াড় বিভাস সরকার মহাশয় ক্লাবের সাথে ও মাঠের সাথে সনৎ-দার দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা নানান ঘটনার মাধ্যমে উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন ! ছাত্র-ছাত্রীরা কয়েকজন সনৎ-দার ছাত্র-দরদী মানসিকতা ও ভালোবাসার নানান দিকে আলোকপাত করেন !  বক্তব্যে উঠে আসে - সনৎ-দার ছাত্রাবস্থায় বাংলাদেশের মাতৃভাষা

CPIML এর প্রতিবাদ সভা

  একনজরে প্রতিবেদন:১১ই জুলাই কানানদী কৃষক বাজারে ধনেখালি ব্লকের পঞ্চায়েত নির্বাচন ও ভোটগণনাকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে এবং শাসকদলের এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবীতে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখালো cpiml এর হুগলী শাখা। এ প্রসঙ্গে নেতা সজল আধিকারী বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমতো প্রহসানে পরিণত করেছে একাধিক খুন ও জখমের রাজনীতির মধ্যে দিয়ে সন্ত্রাসপূর্ণ পরিবেশে যে ভোট সংগঠিত হয়েছে তা আদতে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে। তিনি মনে করেন এর শেষ হওয়া দরকার।  সজলবাবু দাবি করেন আগামী দিনে অন্য নির্বাচনে মানুষ নিশ্চয়ই এর সদুত্তর দেবেন।