Skip to main content

Posts

Showing posts from August, 2022

যত বড় নেতা তত বড় চোর: সুজন চক্রবর্তী

  একনজরে প্রতিবেদন: চোর ধরো জেল ভরো এই দাবীতে হুগলি জেলা বামফ্রন্টের ডাকে চুঁচুড়ায়  এক সমাবেশের আয়োজন করা হয় । জেলা নেতাদের পাশাপাশি এদিন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।সভামঞ্চ থেকে স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আক্রমণ শানাতে থাকেন তিনি।স্লোগান তোলেন ওয়ান টু থ্রী ফোর তৃণমূলের সবাই চোর।এই স্লোগানে উপস্থিত মানুষ গলা মেলান।সুজন বাবু বলেন এই স্লোগান দেবেন না কারণ এখনও অনেক কর্মী আছেন যারা চুরি করেন না,তাই বলুন যত নেতা তত চোর।এর সাথে তিনি বলেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর।আগামী পঞ্চয়েত নির্বাচনে ঝান্ডা নিয়ে প্রতিরোধের কথা বলেন তিনি।এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি বলেন সুজন বাবু নিজের বিধানসভায় হেরে গেছেন,মানুষ তাকে বিচ্ছিন্ন করেছে, আগে তিনি জনগণের নেতা হয়ে উঠুন তারপর তাকে নিয়ে মন্তব্য করবো।

ইডি যদি বাপের বেটা হয় অমিত শাহ কে গ্রেপ্তার করুক: অসিত মজুমদার

  একনজরে প্রতিবেদন: বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন বিজেপি চক্রান্ত করে ইডি ও সিবিআই দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করতে চাইছে। আমি ভয় পাইনা।সভায় মুখ্য বক্তা ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।তিনি বলেন আগামীদিনে আমার বিধায়কের ওপর আক্রমণ হলে কর্মীরা চুপ করে বসে থাকবে না।মমতা বন্দ্যোপাধ্যায় বদলের পর বদলা নিতে বারণ করেছিলেন,তাই আমরা কোনও বাজে আচরণ করিনি।আগামী দিনেও করবো না,তবে এটা বারবার হতে পারেনা।সভায় বিপুল মানুষের উপস্থিতিতে এই কর্মসূচী আগামী দিনে তৃণমূলকে অক্সিজেন দেবে বলেই মনে করেন নেতৃত্ব।সভায় অসিত বাবু ও কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অমিত রায়,শেখ মেহবুব রহমান,গোবিন্দ দাশগুপ্ত সহ শহরের ও জেলার নেতৃত্ব।

রাখী বন্ধনে সৌভ্রাতৃত্বর ছবি চুঁচুড়ায়

  একনজরে প্রতিবেদন : আজ ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়।পথচলতি মানুষদের হাতে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্বর বার্তা দেওয়া হয়।আয়োজক শ্রাবণী দাস বলেন এই উত্তাল সময়ে মানুষের মধ্যে ভালোবাসার বার্তা দিতেই এই উদ্যোগ। এই অনুষ্ঠানে বিধায়ক অসিত মজুমদার উপস্থিত হয়ে বলেন - 

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

ফেসবুকে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ক্ষোভ উগড়ে দিলেন অসিত মজুমদার

  শুভদীপ দে:  গতকাল বিজেপি কর্মীদের গালিগালাজকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে চুঁচুড়া।মেজাজ হারিয়ে পথে নামেন বিধায়ক অসিত মজুমদার। আজ তৃণমূল কর্মীরা তারই প্রতিবাদে মিছিল করে খাদিনামোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত। এই মিছিলে পা মেলান অসীমা পাত্র,তপন দাশগুপ্ত থেকে শুরু করে বহু নেতা নেত্রী ও কর্মী। গতকালের এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ ফেসবুকে অসিত বাবুকে উদ্দেশ্য করে বলেন তৃণমূলের ঔদ্ধত্য দেখুন,তৃণমূল মানেই গুন্ডারাজ । এই কথার প্রেক্ষিতে পাল্টা ফেসবুকে পোষ্ট করেন অসিত বাবু।দেখুন কি বললেন তিনি  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02bJUNoQkPNVW82oc32C25ghTHpxWjTpUFp4xiZrpBbLCH6KGv1k7yECbw9rN1XPf2l&id=100024326863696

ধুন্ধুমার চুঁচুড়া,বিধায়ক কে গালিগালাজ বিজেপি কর্মীর:মেজাজ হারালেন অসিত মজুমদার

শুভদীপ দে: বিজেপির মিছিল এবং সেখান থেকে চুঁচুড়া র বিধায়ক অসিত মজুমদারকে গালিগালাজ।এই নিয়ে অশান্ত হয়ে উঠলো সন্ধ্যার চুঁচুড়া।আজ সন্ধ্যায় কলকাতা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।সেই সময় খাদিনামোড় অঞ্চলে জনা ২৫ বিজেপির কর্মী একটি মিছিল করছিল।বিধায়ক পাশ দিয়ে যেতেই কিছু বিজেপি কর্মী অসিত বাবুকে উদ্দেশ্য করে বাজে কথা বলতে থাকে। বিধায়ক নেমে তাদের থামতে বললে ঝামেলা বেঁধে যায়।মেজাজ হারিয়ে বিধায়ক মারমুখী মেজাজে এগিয়ে যান বিজেপি কর্মীদের দিকে।তবে স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় সমস্যার সমাধান হয়ে যায়। পুলিশ কিছু বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।অসিত বাবু বলেন - দেখুন ভিডিও

মানুষের জন্য কাজ করবো, মন্ত্রীত্ব পেয়ে জানালেন স্নেহাশীষ চক্রবর্ত্তী

  । ** শুভদীপ দে - এতদিন সামলেছেন জেলা সভাপতির পদ।এবার মন্ত্রী, তাও আবার পরিবহন এর মত গুরুত্বপূর্ণ দপ্তর। এত বড় দায়িত্ব পেয়েও মানুষের কাছেই ঋণী থাকতে চান স্নেহাশীষ চক্রবর্ত্তী।এদিন সংবাদ একনজরের প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানান মানুষের কাছে প্রথম দায়বদ্ধ তিনি।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর আস্থা রেখে যে ভার দিয়েছেন তিনি তা যথাযোগ্যভাবে পালন করবেন।দপ্তরের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি জানান বাম আমলে অনেক খারাপ অবস্থার মধ্যে এই দপ্তর ছিলো,২০১১ সালের পর নতুন সরকার অনেক উন্নতি সাধন করেছে।তিনি এই দপ্তরকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে মত পোষণ করেন।এই সাথে তিনি জানান রাস্তায় প্রায় ১৩০০ নতুন বাস নামছে,নামছে ইলেকট্রিক বাসও। আগামীদিনে পরিবহনের চেহারার পরিবর্তন হবে বলেই স্নেহাশীষ বাবুর ধারণা।