শুভদীপ দে: বিজেপির মিছিল এবং সেখান থেকে চুঁচুড়া র বিধায়ক অসিত মজুমদারকে গালিগালাজ।এই নিয়ে অশান্ত হয়ে উঠলো সন্ধ্যার চুঁচুড়া।আজ সন্ধ্যায় কলকাতা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।সেই সময় খাদিনামোড় অঞ্চলে জনা ২৫ বিজেপির কর্মী একটি মিছিল করছিল।বিধায়ক পাশ দিয়ে যেতেই কিছু বিজেপি কর্মী অসিত বাবুকে উদ্দেশ্য করে বাজে কথা বলতে থাকে। বিধায়ক নেমে তাদের থামতে বললে ঝামেলা বেঁধে যায়।মেজাজ হারিয়ে বিধায়ক মারমুখী মেজাজে এগিয়ে যান বিজেপি কর্মীদের দিকে।তবে স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় সমস্যার সমাধান হয়ে যায়। পুলিশ কিছু বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।অসিত বাবু বলেন -
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

Comments
Post a Comment