শুভদীপ দে: বিজেপির মিছিল এবং সেখান থেকে চুঁচুড়া র বিধায়ক অসিত মজুমদারকে গালিগালাজ।এই নিয়ে অশান্ত হয়ে উঠলো সন্ধ্যার চুঁচুড়া।আজ সন্ধ্যায় কলকাতা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।সেই সময় খাদিনামোড় অঞ্চলে জনা ২৫ বিজেপির কর্মী একটি মিছিল করছিল।বিধায়ক পাশ দিয়ে যেতেই কিছু বিজেপি কর্মী অসিত বাবুকে উদ্দেশ্য করে বাজে কথা বলতে থাকে। বিধায়ক নেমে তাদের থামতে বললে ঝামেলা বেঁধে যায়।মেজাজ হারিয়ে বিধায়ক মারমুখী মেজাজে এগিয়ে যান বিজেপি কর্মীদের দিকে।তবে স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় সমস্যার সমাধান হয়ে যায়। পুলিশ কিছু বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।অসিত বাবু বলেন -
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment