Skip to main content

Posts

Showing posts from January, 2021

জনস্বার্থ ও স্নেহ র উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প

  একনজরে প্রতিবেদন:নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস কে সামনে রেখে সমজসেবামূলক সনস্থা  জনস্বার্থ ও স্নেহ চুঁচুড়া ধরমপুর এ বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প এর আয়োজন করে।  ক্যাম্পে ফিজিওথরাপিস্ট অনুপম সেনগুপ্ত ও সত্যব্রত ঘোষ প্রায় ৩০ জনের চিকিৎসা করে। এ প্রসেঙ্গে মূল উদ্যোক্তা সন্দীপ রুদ্র বলেন প্রতি মাসেই এবার থেকে এই ক্যাম্প হবে, মহান দেশনায়ক কে শ্রদ্ধা জানতে তার জন্মদিনকেই এই উদ্যোগ এর সূচনা হিসাবে মান্যতা দিলাম।  চিকিৎসা করতে আসা রোগীদের মধ্য উৎসাহ ছিল চোখে পড়ার মত।

যথাযথ মর্যাদায় পালিত হল নেতাজীর ১২৫ তম জন্মদিবস

  একনজরে প্রতিবেদন: হুগলী চুঁচুড়া নেতাজী জয়ন্তী কমিটির উদ্যোগে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালন করা হয়। সকালে কয়েকশো সদস্য ও কর্মী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়া পিপুলপাতি থেকে শুরু হয়ে মাঠের ধারে নেতাজী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক শুভময় মজুমদার, সভাপতি নরেন দে, কার্যকরী সভাপতি বদরুল হাসান সহ একাধিক ব্যক্তি। বদরুল হাসান বলেন নেতাজীর পথ আগামীর পথ, তাঁকে অনুসরণ করেই আগামীর পথ প্রস্তুত হবে।

বিজেপিতে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন বৈশালী

   একনজরে প্রতিবেদন: সর্বভারতীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপি যোগের সম্ভবনা জিইয়ে রাখলেন। বেশ কিছুদিন আগে দলে উইপোকাদের বাড়বাড়ন্ত বলে অভিযোগ করেছিলেন তিনি। আজ বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগের কিছুক্ষণ পরেই দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাকে বহিষ্কার করে।  এ প্রসঙ্গে সৌগত রায় বলেন বৈশালীকে  বহিষ্কার করা না হলে এ ধরনের প্রবণতা বাড়তেই থাকবে। বিজেপি যোগের সম্ভবনা নিয়ে প্রশ্ন করা হলে  "দেখা যাক " বলে সম্ভবনা জিইয়ে রাখেন তিনি।

কৃষক আন্দোলনের সমর্থনে অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়

একনজরে প্রতিবেদন: দিল্লির কৃষক আন্দোলন প্রায় দেড় মাস অতিক্রম করল!  একদিকে কেন্দ্রীয় সরকার বিপরীতে অনমনীয় কৃষকেরা। প্রবল শীত এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করে চলা এই আন্দোলন সারা দেশেই এক নতুন উদ্দীপনা জাগিয়েছে, সারা দেশের গণতান্ত্রিক মানুষ এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছেন। আজ চুঁঁচুড়ার নাগরিক সমাজ এই আন্দোলনের সমর্থনে ঘড়ির বিক্ষোভ অবস্থান কর্মসূচীতে সামিল হয়েছিলেন । এ আই পি এফ, সেভ ডেমোক্রাসি, এ পি ডি আর, প্রকৃতি আহুত এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন স্থানীয় ব্যাণ্ডেল গুরদোয়ারা ওয়েলফেয়ার এসোসিয়েশন, পরিবেশ একাডেমি সহ ব্যক্তি মানুষেরাও।  দিল্লির কৃষক আন্দোলনের শহিদ স্মরণে প্রস্তুত শহিদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। কবিতা গান, বক্তব্য ও স্লোগানে জ্ঞাপিত হয় কৃষক আন্দোলনের প্রতি সংহতি, ফ্যাসিস্ট বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। বক্তব্য রাখেন সনৎ রায়চৌধুরী ( এ আই পি এফ) , অমিতদ্যুতি কুমার ও কমল দত্ত (apdr) , চঞ্চল চক্রবর্তী ও বিপ্লব দাস ( সেভ ডেমোক্রাসি ) , মুকুল কুমার ( সারা ভারত কিষাণ মহাসভা ) , গোপাল রায় ( কৃষি মজুর সমিতি,  শ্যামল ঘোষ ( প্রকৃতি ) , কুণাল দাস