একনজরে প্রতিবেদন: দিল্লির কৃষক আন্দোলন প্রায় দেড় মাস অতিক্রম করল! একদিকে কেন্দ্রীয় সরকার বিপরীতে অনমনীয় কৃষকেরা। প্রবল শীত এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করে চলা এই আন্দোলন সারা দেশেই এক নতুন উদ্দীপনা জাগিয়েছে, সারা দেশের গণতান্ত্রিক মানুষ এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছেন। আজ চুঁঁচুড়ার নাগরিক সমাজ এই আন্দোলনের সমর্থনে ঘড়ির বিক্ষোভ অবস্থান কর্মসূচীতে সামিল হয়েছিলেন । এ আই পি এফ, সেভ ডেমোক্রাসি, এ পি ডি আর, প্রকৃতি আহুত এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন স্থানীয় ব্যাণ্ডেল গুরদোয়ারা ওয়েলফেয়ার এসোসিয়েশন, পরিবেশ একাডেমি সহ ব্যক্তি মানুষেরাও। দিল্লির কৃষক আন্দোলনের শহিদ স্মরণে প্রস্তুত শহিদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। কবিতা গান, বক্তব্য ও স্লোগানে জ্ঞাপিত হয় কৃষক আন্দোলনের প্রতি সংহতি, ফ্যাসিস্ট বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। বক্তব্য রাখেন সনৎ রায়চৌধুরী ( এ আই পি এফ) , অমিতদ্যুতি কুমার ও কমল দত্ত (apdr) , চঞ্চল চক্রবর্তী ও বিপ্লব দাস ( সেভ ডেমোক্রাসি ) , মুকুল কুমার ( সারা ভারত কিষাণ মহাসভা ) , গোপাল রায় ( কৃষি মজুর সমিতি, শ্যামল ঘোষ ( প্রকৃতি ) , কুণাল দাস