Skip to main content

Posts

Showing posts from December, 2020

এ.আই.ডি.এস.ও 'র প্রতিষ্ঠা দিবসে জেলা কমিটির ডাকে ছাত্র মিছিল ও সমাবেশ

ডেস্ক : জাতীয় শিক্ষানীতি ২০২০ ,শ্রম আইন ও সর্বনাশা কৃষি আইন ২০২০ বাতিল করার দাবিতে এবং  শিক্ষা কে বেসরকারিকরণ-সাম্প্রদায়িকীকরণ করার প্রতিবাদে,মদ নিষিদ্ধ করার দাবিতে,জল- জঙ্গল -জমি ও শিক্ষার অধিকার রক্ষার দাবি সহ একাধিক দাবিতে এআইডিএসও(AIDSO ) হুগলি জেলা কমিটির ডাকে সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে শ্রীরামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও শ্রীরামপুর স্টৈশন চত্তরে প্রতিবাদী ছাত্র  সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। হুগলি মহসিন কলেজ, চন্দন গর গভমেন্ট কলেজ, শ্রীরামপুর কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র কমরেডরা বক্তব্য রাখেন। বক্তব্যের পাশাপাশি গান , কবিতা ও জেলার নাট্যগোষ্ঠী 'চরৈবতী' কর্তৃক কৃষি আইন ২০২০র বিরুদ্ধে নাটক 'একটা দাবির জন্য' পরিবেশিত হয়। এই ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য অফিস সম্পাদক কমরেড প্রভাশিষ দাস,জেলা সম্পাদক কমরেড শঙ্কর দাস , সভার সভাপতি কমরেড ভোলা রায় সহ অন্যান্য নেতা নেত্রী বৃন্দ। জেলা সম্পাদক বলেন মার্কসবাদ -লেনিনবাদ ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় গঠিত বিপ্লবী এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে

প্রস্তুতি শেষ পর্বে, বিধি মেনেই কাল শুরু চুঁচুড়া বইমেলা

  একনজরে প্রতিবেদন: করোনা পরিস্থিতি সামাল দিয়ে শুরু হুগলী চুঁচুড়া বইমেলা। আগামীকাল দুপুর ঠিক দুটোয় মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত। প্রতিবারের মত এবারও কলকাতা ও জেলার একাধিক প্রকাশন থাকছে মেলায়।  এবারে মেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। প্রতিদিন থাকছে কবিতা পাঠ, গান ও বই কিনে দেদার আড্ডা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সব বিধি মেনেই আমরা আয়োজন করছি। আশা করছি মানুষ আসবেন, বই কিনবেন।।

১৯ নং জাতীয় সড়ক, দুর্গাপুর রোড অবরোধ বামপন্থীদের

একনজরে প্রতিবেদন: ধনেখালি বিধানসভার অন্তর্গত দাদপুর থানার পার্শ্ববর্তী মহেশ্বরপুর, দূর্গাপুর হাইওয়ে, নিচে ১৭  ও ১৮ নম্বর বাস রাস্তা অবরোধ করে বামপন্থীরা।  আজ সকাল থেকে এখানে দফায় দফায় হাইওয়ে ও নিচের বাস রাস্তা অবরোধ চলে। সিপিআই এমএল লিবারেশন, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক এর নেতৃত্বে। কংগ্রেস ও অংশ নেয়। মিছিল হয়।  অবরোধে আদিবাসী মঞ্চ ও ঋণ মুক্তি কমিটির বহু মহিলাও অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় কৃষকদের প্রাণঘাতী এই বিল পাস করে কেন্দ্র সরকার ভারতের কৃষি ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। তাই আন্দোলনের মাধ্যমে সব প্রতিহত করা হবে ।