ডেস্ক : জাতীয় শিক্ষানীতি ২০২০ ,শ্রম আইন ও সর্বনাশা কৃষি আইন ২০২০ বাতিল করার দাবিতে এবং শিক্ষা কে বেসরকারিকরণ-সাম্প্রদায়িকীকরণ করার প্রতিবাদে,মদ নিষিদ্ধ করার দাবিতে,জল- জঙ্গল -জমি ও শিক্ষার অধিকার রক্ষার দাবি সহ একাধিক দাবিতে এআইডিএসও(AIDSO ) হুগলি জেলা কমিটির ডাকে সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে শ্রীরামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও শ্রীরামপুর স্টৈশন চত্তরে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। হুগলি মহসিন কলেজ, চন্দন গর গভমেন্ট কলেজ, শ্রীরামপুর কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র কমরেডরা বক্তব্য রাখেন। বক্তব্যের পাশাপাশি গান , কবিতা ও জেলার নাট্যগোষ্ঠী 'চরৈবতী' কর্তৃক কৃষি আইন ২০২০র বিরুদ্ধে নাটক 'একটা দাবির জন্য' পরিবেশিত হয়। এই ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য অফিস সম্পাদক কমরেড প্রভাশিষ দাস,জেলা সম্পাদক কমরেড শঙ্কর দাস , সভার সভাপতি কমরেড ভোলা রায় সহ অন্যান্য নেতা নেত্রী বৃন্দ। জেলা সম্পাদক বলেন মার্কসবাদ -লেনিনবাদ ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় গঠিত বিপ্লবী এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে