Skip to main content

Posts

Showing posts from July, 2020

রাস্তায় আলু ফেলে আলুর মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিজেপির

নিজস্ব প্রতিনিধি:  আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালো চুঁচুড়ার বিজেপি কর্মী ও নেতারা। সুফল বাংলা বিপণিতে কম গুণগত মান সম্পন্ন আলু বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানান নেতারা।  এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন-আলু প্রতিদিনের খাদ্য সঙ্গী। এই ভাবে আলুর দাম বাড়লে সাধারণ মানুষের খাদ্য তালিকায় বদল করতে হবে, কিন্তু সেটা সম্ভব না, সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার।

লকডাউনে স্তব্ধ জেলা সদর : তৎপর প্রশাসনও, রইলো ভিডিও

লকডাউনে স্তব্ধ জেলা সদর : তৎপর প্রশাসনও

কবি ভারভারা রাও এর মুক্তির দাবীতে ঘড়ির মোড়ে পথসভা

নিজস্ব প্রতিনিধি: 'কবি ভারভারা রাও কে নিঃশর্তে মুক্তি দাও' এই দাবিতে AIPF এবং APDR এর পক্ষ থেকে চুঁঁচুড়া ঘড়ির মোড়ে আজ সকালে ( ১৬ জুলাই )  প্রতিবাদী কর্মসূচী পালিত হলো । স্বাভাবিকভাবেই ডাক্তার কাফিল খান , ভীমা-কোঁরেগাও মামলায় অভিযুক্ত ( BK11) , অখিল গগৈ , ক্যা ( CAA) বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে সরব হোন বক্তারা । সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কবির মৃত্যু' কবিতা পাঠ করেন বাচিক শিল্পী চন্দ্রানী ব্যানার্জি , বক্তব্য রাখার পর ভারভারা রাওকে নিয়ে নিজের লেখা পাঠ করেন 'যাছে তাই' পত্রিকার সম্পাদক শুভদীপ দে , আবৃত্তি করেন দেবাশিস রায় ।  দুই সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুঁচুড়ার দীর্ঘদিনের মানবাধিকার ও বাম আন্দোলনের সংগঠক সনৎ রায়চৌধুরী , অমল রায় , কমল দত্ত , সজল মাতব্বর , সোমনাথ বসু , মণিকেশ শীল , সংগ্রাম মল্লিক , কল্যাণ সেন , ভিয়েত ব্যানার্জি ,  সঞ্চালনা  করেন স্বপন মাতব্বর । অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত মানবাধিকার কর্মী শ্রীধর ভট্টাচার্যর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ডাকে মিছিল

  নিজস্ব প্রতিনিধি: সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে লক ডাউনে বিপর্যস্ত স্বনির্ভর গোষ্ঠির ঋণ মুকুবের দাবিতে , আমফানের ত্রাণ নিয়ে দলবাজি বন্ধ ও সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ হুগলি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । প্রশাসনের পক্ষ  থেকে বিষয়টি দেখবে বলে জানানো হয়েছে। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে যাওয়া হয় ।  কর্পোরেট পুঁজিপতিদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করা হয় অথচ গরিব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণ পরিশোধের জন্য হয়রানি করা হচ্ছে , সরকার নিশ্চুপ , এই প্রসঙ্গে সরব হন মহিলারা। সংগঠনের নেত্রী চৈতালি সেন বলেন অবিলম্বে এই নিয়ে সরকার  ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও জোরদার হবে  । আজকের এই কর্মসূচীতে পোলবা-দাদপুর , বলাগড় , পান্ডুয়া প্রভৃতি বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ।

আবারও ৫০টি পরিবারের পাশে "হুজুগে ফ্রেন্ডস"

জনবার্তা ডিজিটাল:  লকডাউন শেষ, আনলক ২.০ শুরু হয়ে গিয়েছে। মানজীবনের একাংশ ছন্দে ফিরলেও ছন্দে ফেরেনি রেল পরিষেবা। এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই একাধিক পরিবারের দিন গুজরান হয়। হকার থেকে শুরু করে ঝালমুড়ি বিক্রেতা, এরা সকলেই আজ কর্মহারা। তাই আজ এইরকম ৫০টি পরিবারের পাশে দাঁড়ালো "হুজুগে ফ্রেন্ডসরা"।  চাল, ডাল, মুড়ি, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজারের মতো নিত্যপ্রয়োজনীয়দ্রব্য তুলে দেওয়া হয় এই পরিবার গুলির হাতে। এপ্রসঙ্গে হুজুগের তরফে সৈকত দত্ত বলেন, আমাদের সাধ্যমতো আজ ৫০টি পরিবারের পাশে দাঁড়ালাম আমরা, আগামী কর্মসূচিতে আরও পঞ্চাশ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা।। হুজুগের পাশে দাঁড়াতে চাইলে :  CALL / PHONE PAY / GOOGLE PAY -  8910092861  ( SAIKAT DUTTA)