Skip to main content

Posts

Showing posts from April, 2018

চুঁচুড়া বড়বাজারে পঞ্চমুখী বজরংবলী মন্দিরে অনুষ্ঠিত হলো ৮ম বার্ষিক বজরংবলী পুজোর

রাজেশ মন্ডল : চুঁচুড়া বড়বাজার পুরানো লঞ্চঘাট পঞ্চমুখী বজরংবলী মন্দিরে অনুষ্ঠিত হলো ৮ম বার্ষিক বজরংবলী পুজোর। অন্য বছরের তুলনায় এই বছর পুজোর আনন্দে একটু হলেও ভাটা পড়েছে। সমিতির দুই সদস্য শ্রদ্ধেয় গোপাল দাস ও শ্রদ্ধেয় রোহিত মন্ডল ( নিবাস ) এর অকাল প্রয়াণে এই আনন্দযোগ্যের মধ্যে বেশ একটা খামতি রয়ে গেছে। এই কারণে পুজোর সমস্ত কর্মসূচি বাতিল করা হয় বলে জানায় পুজো কমিটির পক্ষ থেকে। এই পুজো প্রসঙ্গে কমিটির তরফ থেকে বিজয় কাহার বলেন....দেখুন ভিডিও.. Follow us on FACEBOOK Follow us on YOUTUBE ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে.... Official Blogpost of Eknojore Hooghly Chuchura

হুগলীর বৈঁঁচী গ্রাম হালদার বাড়িতে অনুষ্ঠিত হলো গন্ধেশ্বরী মা'য়ের পুজোর, এই পুজোর অজানা ইতিহাস জানুন

ব্যুরো রিপোর্ট  : আমাদের শহর বা মফস্বলের দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো যতটা জনপ্রিয় মানুষের কাছে গন্ধেস্বরী মায়ের পুজো কিন্তু ততটাও জনপ্রিয় নয়। অনেকে হয়ত জানেনই না। ঠিক তেমনিই এক চিত্র আজ একনজরে হুগলী চুঁচুড়া'র ব্যুরোতে। হুগলীর বৈঁচি গ্রাম উত্তরপাড়া'র হালদার বাড়ির গন্ধেস্বরী মায়ের পুজো এই বছর ৭৮তম বর্ষে। মূলত বণিক অর্থাৎ বেনে সম্প্রদায়ের মানুষরা এই পুজোর আয়োজন করেন। বাণিজ্যে উন্নতির জন্য এই পুজো করা হয়। আজ থেকে ৭৮ বছর আগে পাঁচু গোপাল হালদার এই পুজোর সূচনা করেন। এই পুজোর সমস্ত ইতিহাস ও অজানা কথা প্রসঙ্গে হালদার পরিবারের বর্তমান সদস্য তুহিন হালদার বলেন... দেখুন ভিডিও.. . Follow us on FACEBOOK Follow us on YouTube ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... Official Blogpost of Eknojore Hooghly Chuchura

ক্যানভাস গ্রূপের আয়োজনে চুঁচুড়া'য় অনুষ্ঠিত হলো এক ওয়ার্কশপের

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে ছোট ছেলে মেয়েদের আঁকা, নাচ, গান সহ বেশ কিছু ফিল্ডেই যুক্ত করে দেন অভিভাবকরা। কিন্তু এই পুঁথিগত বিদ্যার যুগে সেটাকে একটা ঘরানায় চালিয়ে নিয়ে যাওয়া প্রায় হয়না বললেই চলে, কারণ একটাই বড়ো হয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ছেলে বা মেয়েকে ভালো করে লেখা পড়া শিখিতে হবে। আঁকা শিখে বা নাচ, গান শিখে হবেটা কি ?? এই ধারণায় এগিয়ে চলেছে সমাজ, সেই ছোট বাচ্ছাটার মধ্যে ইচ্ছা থাকলেও বা দক্ষতা থাকলেও জায়গা নেই প্রকাশ করবার, কারণ সে বড়ো হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিলেত যাবে। এই ধারণা হেলায় উড়িয়ে দিল আজ চুঁচুড়া'র "ক্যানভাস" গ্রূপ। চুঁচুড়া'র কনকশালীর তিন শতাধিক বছর পুরোনো নিয়োগী বাড়ির দুর্গা দালানে "ক্যানভাস" গ্রূপের আয়োজনে অনুষ্ঠিত হল এক আর্টিস্ট ওয়ার্কশপের। এই ওয়ার্কশপে মূলত "ক্যানভাসের" ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের প্রতিভা সাধারণ মানুষের সামনে ফুটিয়ে তুললো। আজ সকাল ১০টায় শুরু হয় এই ওয়ার্কশপ, এখানে অংশগ্রহণ করে প্রায় ২০ জনেরও বেশি চিত্রশিল্পী, কেউ চাকুরিজীবি আবার কেউ ছাত্র অথবা ছাত্রী। এর আগেও ক্যানভাস গ্রূপ তাদের চিত্র প্রদর্শন করে চন্দনন

পুরোনো ভবনের চাঙড় ভেঙে মাথায় পড়ে আহত ২

◆ একনজরে বাংলা সফর নিবেদনে একনজরে হুগলী চুঁচুড়া ◆ সৌতিক চক্রবর্তী, বীরভূম :- বীরভূমে সিউড়িতে সংস্কারের অভাবে সরকারি ভবন ছেড়ে, ছেড়ে পড়ছে। এই ভবনটি সিউড়ির সুপার মার্কেটে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মায়ের সাথে বাজার করতে এসেছিলো একটি মেয়ে। বাজার করা শেষে যখন বাড়ি ফিরছিলো তখন ওই সরকারি ভবনের একটি বড়ো চ্যাং তাদের মাথার উপরে পড়ে ও সঙ্গে, সঙ্গে তারা গুরুতর জখম হন। তাদেরকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় দের দাবি যে, আমরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এই ঘর টি মেরামত করার জন্য । উনি খালি আশ্বাস দিয়ে গেছেন। কেন হলো না এতদিন ধরে এই বেহাল ঘরের মেরামত প্রশ্ন কিন্তু সবারই। এত দিনে একটা বড়ো দূর্ঘটনা ঘটলো যদি উনি এটা আগে মেরামত করতেন তাহলে এই দিনটা আজ আসতো না। আমরা বারবার বলেছি উনি কোনো বিশেষ ব্যবস্থাই নেননি বলে অভিযোগ। সেই নিয়ে আজ সিউড়ির বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন পুলিশ।  এই প্রসঙ্গে বিদ্যুৎ প্রামানিক বলেন....দেখুন ভিডিও ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌরসভার ভা

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে চন্দননগর নটরাজ নৃত্য একাডেমি আয়োজিত এক সংস্কৃতিক সন্ধ্যা

গৌতম দে সরকার : গতকাল বিশ্ব নৃত্যদিবস উপলক্ষে চন্দননগর নটরাজ ডান্স একাডেমি'র পরিচালনায় সপ্তদশ শতাব্দীর চন্দননগর নন্দদুলাল মন্দির প্রাঙ্গনে দুদিনের এক নৃত্য উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের নাম "নৃত্যার্ঘ‍্য‍ ২০১৮"। ২৯ তারিখ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালিকা ও উদ্বোধককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স একাডেমির কর্নধার রুদ্রায়ন গাঙ্গুলি ও তাঁর ছাত্রীরা। এরপর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সন্ধ্যা কাটে।। সুসজ্জিত চন্দননগর নন্দদুলাল মন্দির   Follow us on Facebook Follow us on Youtube Advertisement দেখুন জনমত পঞ্চায়েত ১ম পর্ব একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...... ও সাহিত্যপত্র  Official Blogpost of Eknojore Hooghly Chuchura

সেনেট বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলে মন্ত্রী তপন দাসগুপ্ত

রাজেশ মন্ডল : মনোনয়ন জমা দেওয়ার পর রবিবার সেনেট মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন পোলবা দাদপুর ব্লকের আমনান অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তপন দাসগুপ্তকে সঙ্গে নিয়ে সেনেট মন্দিরে পুজো দেন জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ মনোজ চক্রবর্তী সহ এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। পুজোর শেষে মন্ত্রীকে সামনে রেখে এক মিছিলের আয়োজন করেন তাঁরা। এই প্রসঙ্গে মন্ত্রী তথা বিধায়ক তপন দাসগুপ্ত বলেন..... এই প্রসঙ্গে মন্ত্রী তপন দাসগুপ্ত বলেন....দেখুন ভিডিও Follow Us on Facebook Follow us on Youtube ADVERTISEMENT পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত.. একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে.... ও সাহিত্য পত্র Official Blogpost of Eknojore Hooghly Chuchura

ত্রিবেণী বেণীমাধব জিউ মন্দিরে পালিত হলো বাৎসরিক অনুষ্ঠান

সুশান্ত দাস : হর হর মহাদেব...! অথবা জয় বাবা বেণীমাধব...!!! এই দুইয়ের মিলিত উচ্চারণ হলেই কেমন যেন এক ঐশ্বরিক তৃপ্তি পায় বলে মনে করেন মানুষ। তেমনই এক চিত্র আপনাদের সামনে, ত্রিবেণী'র বাবা বেণীমাধব জিউ মন্দিরে গতকাল বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক পুজোর। প্রতিবছরের ন্যায় শাস্ত্রসম্মত রীতিমেনে শ্রী শ্রী বেণীমাধব জিউ এর মহাযজ্ঞ অনুষ্ঠান, পূজার্চনা ও স্বপ্নদৃষ্টি ভোগ বিতরণ করা হয় এই দিনে অর্থাৎ ২৯.০৪.২০১৮ তারিখে। এই দিন এখানে অগুনিত ভক্তের সমাগম হয়, দূরদূরান্ত থেকে আসেন বহু মানুষ, ভক্ত সমাগমের মাঝে যে দিকেই তাকাই শোনা যায় শুধু হর হর মহাদেব..!!! অথবা জয় বাবা বেণীমাধব...!!! । ভক্তদের দাবি এখানে বাবার কাছে তাঁরা যাই মন থেকে চান সবই পূরণ হয়, এই ধারণা মনে গেঁথে নিয়ে প্রতি বছর এখানে আসা। এই অনুষ্ঠান মানব ধর্মের প্রতি, সমস্ত মানব জাতির কল্যাণের প্রতি বলে জানায় কমিটির তরফ থেকে।। Follow us on Facebook Follow us on Youtube                  Do Subscribe Our Channel                             Advertisement একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে....