গৌতম দে সরকার : গতকাল বিশ্ব নৃত্যদিবস উপলক্ষে চন্দননগর নটরাজ ডান্স একাডেমি'র পরিচালনায় সপ্তদশ শতাব্দীর চন্দননগর নন্দদুলাল মন্দির প্রাঙ্গনে দুদিনের এক নৃত্য উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের নাম "নৃত্যার্ঘ্য ২০১৮"। ২৯ তারিখ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালিকা ও উদ্বোধককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স একাডেমির কর্নধার রুদ্রায়ন গাঙ্গুলি ও তাঁর ছাত্রীরা। এরপর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সন্ধ্যা কাটে।।
সুসজ্জিত চন্দননগর নন্দদুলাল মন্দির
Advertisement
দেখুন জনমত পঞ্চায়েত ১ম পর্ব
একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে......
ও সাহিত্যপত্র
Comments
Post a Comment