Skip to main content

Posts

Showing posts from May, 2025

শেষ হলো হুগলি জেলার প্রথম স্বাস্থ্য মেলা

  একনজরে প্রতিবেদন: শেষ হলো তিন দিনব্যাপী হুগলি জেলা  স্বাস্থ্য মেলা। হুগলি জনস্বার্থ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ বছরই প্রথম চুঁচুড়া মাঠে আয়োজন করা হয় স্বাস্থ্য মেলার। তিন দিন এই মেলায় বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম এর স্টল ছাড়াও ছিল এলোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ডাক্তারদের বিনা পয়সায় পরিষেবা সেই সাথে ছিল চক্ষু পরীক্ষা শিবির। মেলায় উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট ডায়েটিশিয়ান এবং যোগব্যায়াম প্রশিক্ষকরা। তিন দিনে মেলায় চক্ষু পরীক্ষা শিবিরে এবং অন্যান্য পরিষেবায় ছিল ব্যাপক সাড়া। মেলায় উপস্থিত ছিলেন এলাকার একাধিক ডাক্তার।মেলার অন্যতম কর্ণধার সন্দীপ রুদ্র জানান তিন দিন মেলায় মোট ২০৫১ জন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সেই সাথে তিনি জানান বহু মানুষ পরিষেবার জন্য পরামর্শ গ্রহণ করেছেন। যা আগামী দিনে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজে লাগবে। মেলার দুই অন্যতম উদ্যোক্তা শ্যামাপ্রসাদ মুখার্জী ও জয়দেব অধিকারী জানান প্রথম বছর মেলায় মানুষের যে সাড়া পেয়েছি আগামী বছর আরও বড় করে মেলা করার ইচ্ছা রইলো। মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রতিটা ঘরে পৌঁছে দিতে পারলে তবেই কিছু করতে পে...

মিনিট কয়েকের ঝড়: অন্ধকারে চুঁচুড়া

  একনজরে প্রতিবেদন: মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। গঙ্গার ধার সংলগ্ন তুলোপট্টি ঘাটে, ইলেকট্রিকের পোল ভেঙে পড়ে বিপত্তি। অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই দমকল, বিদ্যুৎ বিভাগ ও পুরসভার কর্মীরা উপস্থিত হয়েছেন। দমকল বিভাগের এক কর্মী জানান বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হচ্ছে না তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলাতে স্থানীয় মানুষও দমকল কর্মীদের সাথে হাত লাগিয়েছেন। শহরের চার নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে আক্রান্ত হন বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামবাবুর ঘাট ও সান্ট্ডেশ্বর তলাতেও বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় কিছু মানুষের আহতের খবর আসছে।এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় এখন এটাই দেখার।