একনজরে প্রতিবেদন,৩ জুলাই:সাহিত্যিক প্রবীর রায়চৌধুরীর বাড়িতে ঘরোয়া আড্ডায় বর্ষার গান নিয়ে মাতলো শহর চুঁচুড়ার কবি ও গায়করা।এই অনুষ্ঠানে বিশিষ্ট গায়ক চন্দন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠান থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার নব নির্বচিত পৌর প্রধান অমিত রায় ও ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দেব অধিকারীকেও সংবর্ধনা জানানো হয়।চন্দন চট্টোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্টি চট্টোপাধ্যায়,সৌম্য সরকার,রেবা মালাকার।সমগ্র অনুষ্ঠান জুড়ে বর্ষার গানের ভাব ফুটে ওঠে।রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে বিশিষ্ট প্রাবন্ধিক অতনু কুমার বাসুর মনোজ্ঞ আলোচনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অসীম ভট্টাচার্য,গোপাল চাকী,সুজিত রেজ সহ একাধিক বিশিষ্ট মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি দেবাশিস রায়,সুপর্ণা রায় ও মানস সরকার।অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক কবি প্রবীর রায়চৌধুরী বলেন আমার বাড়িতে ঘরোয়া আড্ডা প্রতি বছরই থাকে, এ বছরটা একটু অন্য রকম করলাম।তিনি আরও বলেন আসলে এই অশান্ত সময় একমাত্র সংস্কৃতিই পারে মানুষকে আলো দেখাতে।
আগামী ২২/২৩/২৪ চুঁচুড়ার গন্তব্য রবীন্দ্র ভবন
Comments
Post a Comment