Skip to main content

পুলিশ কর্মীদের পাশে এবার SFI - Janobarta Digital


একনজরে প্রতিবেদন: আজ সকালে ভারতীয় ছাত্র ফেডারেশন এর চুঁচুড়া ২নং আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরের বেশ কিছু জায়গায় কর্তব্য পুলিশ কর্মীদের ঠান্ডা জলের বোতল ও বিস্কুট বিতরণ করা হলো।


লকডাউন পিরিয়ডের মধ্যে যখন সিংহভাগ মানুষ ঘরে বসে তখন রাস্তায় বেরিয়ে নিজেদের কর্তব্যে অবিচল এই পুলিশ কর্মীরা সহ প্রশাসনের জরুরি কাজের সাথে যুক্ত সকল মানুষ।

এই কথায় মাথায় রেখেই SFI এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

এবিষয়ে চুঁচুড়া আঞ্চলিক SFI এর ২নং ইউনিট সম্পাদক অর্ণব দাস বলেন, রবিবার পথ চলতি দুঃস্থ মানুষদের আমরা খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছিলাম।

আজ প্রায় ৫০ জন পুলিশ কর্মীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আগামীদিন গুলোতেও আমরা এইধরনের কর্মসূচি গ্রহণ করবো এবং মানুষের পাশে দাঁড়াবো।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।