Skip to main content

নামেই লকডাউন, রাস্তায় একত্রিত অনেক মানুষ - Janobarta Digital


একনজরে প্রতিবেদন :লকডাউন চলছে , কিন্তু মানুষ রাস্তায় । জেলা সদর এর অনেক বাজার অঞ্চলে ধরা পড়ল ভীড়ের ছবি । সাধারণ দিনের থেকে লোক কম হলেও লকডাউনে যেমন হওয়া উচিত ছিল সেই দৃশ্য উধাও । সাধারণ খেটে খাওয়া মানুষের বক্তব্য -এতদিন কাজ নেই , খাবো কি ? এভাবে চলতে পারছি না ।

অধ্যাপক কৌস্তভ ঘোষ রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান -''লক ডাউন  চলছে। স্বাস্থ বিশেষজ্ঞরা বলছেন কমপক্ষে 49 দিন এর আওতা বাড়ানো উচিত। মতান্তর যে নেই, তাও নয়। এদিকে দিন বাড়ার সাথে সাথে অর্থনৈতিক বিপর্যয় বেড়েই চলেছে। বৃদ্ধির হার প্রতিদিন কমছে দশমিক অবনমন রীতিতে। 

খুচরো বাজার ধ্বংস হয়ে গেছে। কবে ঘুরে দাঁড়াতে পারবে তার নির্দিষ্ট দিশা নেই অর্থনীতিবিদ দের কাছে। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যাওয়াতে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশা প্রকট। যুদ্ধকালীন তৎপরতা দিয়ে এই কঙ্কালসার দশা কাটিয়ে ওঠা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক দৃষ্টিকোণ বলে যে সময়ের দাবি লক ডাউন এক্ষুনি তুলে নেওয়া। অথচ জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি বলে লক ডাউন আরো বাড়ানো উচিত। দুইয়ের যাঁতাকলে পরে সরকারের নীতিনির্ধারক গোষ্ঠী উভসঙ্কট পরিস্থিতিতে। সাধারণ মানুষ সন্ত্রস্ত। আগামী এক সপ্তাহেই এই চিত্রনাট্যের ক্লাইম্যাক্স। বোঝা যাবে ঠিক কতটা সময় লাগবে মূল স্রোতে ফিরতে''।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।