Skip to main content

Posts

Showing posts from October, 2018

চুঁচুড়ায় আজ ছবির শুটিংয়ে অভিষেক বচ্চন, আবার কালও দেখা যাবে শুটিং ! - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: সকাল হতে না হতেই খবরটা ছড়িয়ে পড়ে চুঁচুড়া শহরে। আর উৎসাহিত জনতা যায় কোথায়! অভিষেক বচ্চন বলে কথা। চুঁচুড়ার তামিলিপাড়ায় ভিড় সামলাতে সামলাতে হিমশিম খায় প্রশাসন। প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসুর একটি হিন্দি ছবির স্যুটিং করতেই আজ চুঁচুড়ায় আসেন অভিষেক বচ্চন। চুঁচুড়ার তামিলিপাড়ায় আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। এই শুটিংয়ের জন্য, আর ছিল হুজুকে জনতার উৎসাহ। দুপুর ‍‍১২ টা নাগাদ একটি সাদা অডি গাড়িতে চেপে বিগ বি পুত্র আসেন গঙ্গা পারে অবস্থিত তামিলিপাড়ায়। গাড়ি থেকে নেমেই তিনি আগে থেকে রাখা নিজের মেকআপ বাসে ঢুকে পড়েন। কিছু ঘন্টা বাদে বাস থেকে বেরনোর পর শুরু হয় স্যুটিং। কৃত্রিম বৃষ্টির মধ্যে একটি টোটো চালানোর শট ছিল আজ। টোটোর ভিতরে রয়েছে একটি আহত শিশু, যাকে নিয়ে ছুটছেন অভিষেক। আর পিছনে তাঁকে ধাওয়া করছে পুলিশের একটি টিম। এদিন তামিলিপাড়ায় তাঁকে সামনে থেকে একবার দেখার জন্য সাধারনের ভিড় ছিল চোখে পড়ার মত। কানা ঘুষো শোনা যাচ্ছে আরও একদিন চুঁচুড়ায় ছবির শ্যুটিং করবেন অভিষেক। এ প্রসঙ্গে তাঁদের টিমের পক্ষে থেকে তেমন ভাবে কেউই মুখ খুলতে নারাজ। এখন চাপা উৎসাহে আ

জেলা দাপাচ্ছে "সেরা পুজোর সন্ধানে", এবার যাবে আপনার পাড়ায়, তৈরি থাকুন

জনবার্তা ডিজিটাল  : ঢাকে কাঠি পড়েছে মহালয়ার দিন থেকেই। পাড়ায় পাড়ায় পুজো প্রস্তুতিও তুঙ্গে, রাতদিন এক করে চলছে মন্ডপ সজ্জার কাজ। ঘুম উড়েছে বারোয়ারি গুলির। এই সমস্ত হার ভাঙা খাটুনিকে তকমা দিতে এসে পৌঁছে গেছে "১১তম বার্ষিক হুগলী জেলা সেরা পুজোর সন্ধানে ২০১৮"। শিল্পীদের কঠোর পরিশ্রম আর পুজো কমিটির সদস্যদের অনুপ্রেনিত করতে প্রতি বছরের মতো এবছর তৈরি R.P. PRODUCTION(Capturing Hooghly)। তবে এবছর কিন্তু তাঁরা নিজেদের ব্যাসার্ধ বাড়িয়ে চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, ব্যান্ডেল এর পাশাপাশি পৌঁছে গেছে হুগলী জেলার একদম শেষ প্রান্ত জিরাট, বলাগড়, গুপ্তিপাড়ার মতো উন্নত গ্রাম্য অঞ্চলেও।  হাতে গোনা এই চৌহাদ্দির বাইরে গিয়ে বারোয়ারীর পুজো গুলিকে বিচারের আসনে বসানো কিন্তু মোটেও চারটিখানি কথা নয়, আর এর জন্য মূল অবদান কিন্তু আপনারই। আপনার সহযোগিতা না হলে কখনই এই ১১ বছরের পথ চলা এতটা সুগম হয়ে উঠতো না। এমনটাই দাবি R.P. Production এর কর্নধার রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়ের। এছাড়াও প্রোডাকশনের অন্যতম সদস্য দিলুয়ার হুসেন, প্রভাত মুখার্জী 'র সহযোগিতা তো তুলনাহীন বলেই মনে করেন তাঁরা।