রাজেশ মন্ডল ও সুদর্শন চ্যাটার্জী, হুগলী :চুঁচুড়া তথা হুগলি জেলার অন্যতম ঐতিহ্যমন্ডিত পীঠস্থান শ্রী শ্রী বুনোকালী মাতার মন্দির । জাগ্রত শক্তিপীঠ রূপে মায়ের এই মন্দির জেলার বহু ভক্তের কাছে সমাদৃত ও প্রসিদ্ধ । বর্তমান চুঁচুড়া এম.জি.রোড অঞ্চলে স্থিত এই মন্দির পুরাতন ও বহু ইতিহাস মন্ডিত । পূর্বে উক্ত স্থানে স্থিত ভয়াভহ জঙ্গলের গর্ভ হতে মায়ের আবির্ভাব হওয়ায় তাঁর নাম মা বুনোকালী। বংশ পরম্পরায় পূজার ধারা বহন করে চলেছেন পুরোহিত এবং মন্দির পরিচালন সমিতি । অতীতের সাক্ষ্য বহনকারী এই মন্দিরের নবকলেবর প্রঠিষ্ঠিত হয় ২০১৫ সালের আজকের দিনে বহু শুভানুধ্যায়ী ভক্ত তথা নাগরিকের শুভকামনা ও সহযোগীতায় এবং সাথে সাথে স্থাপিত হয় বাবা শান্তিনাথের মন্দির এছাড়াও নবরূপে সেজে ওঠে মা মনসার মন্দির তথা মন্দির প্রাঙ্গণ । সেই থেকে আজকের দিনটি উদযাপিত হয় বাবার প্রঠিষ্ঠা দিবস রূপে এবং সঙ্গে চলে নানাবিধ আচার , অনুষ্ঠান । বিগত বছরগুলির ন্যায় এবছরও ভক্তদের সতস্ফূর্ত অংশগ্রণে উজ্জ্বল হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ । এছাড়াও সঙ্গে ভক্তদের জন্য ছিল ভোগের ব্যবস্থা । মন্দির পরিচালন সমিতির বিশ্বাস আগামী দিনেও ভক্তদের এই প্রণোদিত অংশগ্রহণে আরো প্রসারিত হবে এই জাগ্রত পীঠের মাহাত্ম্য আরো বেশি মানুষের অন্তরে । এই প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি দেবীপ্রসাদ সিংহ বলেন...দেখুন ভিডিও...
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ...
Comments
Post a Comment