শুরু হলো রুপন মল্লিকের নয়া শর্ট ফিল্মের কাজ
একনজরে হুগলী চুঁচুড়া প্রতিবেদন : বাংলা চলচ্চিত্র আট থেকে আশি প্রায় সকলকেই কমবেশি আকর্ষন করে চলছে চিরকাল। কিংবদন্তি সত্যজিৎ রায় থেকে উত্তম-সুচিত্রা জুটি। পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী প্রায় সকলেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আজীবন কালের জন্য। সময় বদলেছে, এসেছে নতুন মুখ, নতুন ভাবনা, নতুন পদ্ধতি থেকে শুরু করে সবটাই নতুন। পুরানো বলতে শুধু স্মৃতিটুকু। বর্তমানে দীর্ঘ সময়ের সিনেমার পাশাপাশি চল বেড়েছে স্বল্প দৈর্ঘ্যের সিনেমার। মানুষের স্বাদ ও চাহিদার উপর ভিত্তি করেই এগিয়ে এসেছে বহু নতুন নতুন পরিচালক ও তার ভাবনা। তেমনই একজন রুপন মল্লিক। হুগলীর চুঁচুড়াতেই বড়ো হয়ে ওঠা, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজের শখকে ধুলোয় মিশে যেতে দেয়নি সে, এগিয়ে গেছে নিজের একটু একটু করে গড়ে তোলা ভাবনা ও গল্পের ভেলায় ভেসে। তারই নিদর্শন চুঁচুড়া'র দীর্ঘ প্রাচীন কনকশালী নিয়গী বাড়ি দুর্গা দালানকে সাক্ষী রেখে শুরু করলো তাঁর ৩য় শর্ট ফিল্মের কাজ। অন্যান্য গল্পের তুলনায় এই গল্পটা একটু আলাদা ঘরানার, দুই সত্তার মিলনের উপর ভিত্তি করে এই গল্প। আমাদের সাংবাদিক বহু চেষ্টা করেও মুখ খুলতে পারেননি গল্প প্রসঙ্গে বলার বিষয়ে, অতএব গল্পের - ভাবনা ও সিনেমার বিষয় এখন প্রায় অধরাই থেকে গেল, তবে তাঁর এই গল্প কার্টুন চরিত্র টম এন্ড জেরি'র থেকে কিছু অনুপ্রেরিত হয়ে লেখা। গত পরশু শুরু হয় শুটিং, সেদিনের শুটিংয়ে মূলত ছিল চার জন ক্ষুদে অভিনেতাকে ফ্রেমবন্দি করা হয়। ওই দুরন্ত ক্ষুদেদের সামলে রেখে শুটিং করে বেশ চ্যালেঞ্জের বলে জানান রুপন বাবু, তবুও সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এদিন ওই চার ক্ষুদেদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবকারও, তাঁদের সাথেও কথা হয় আমাদের...বিস্তারিত দেখুন ভিডিওতে কি বলেন অভিভাবকরা ও রুপন বাবু....
Comments
Post a Comment