রাজেশ মন্ডল : হুগলীর পোলবায় অনুষ্ঠিত হয়ে গেলো আদিবাসী সমাজের "শালুক" উৎসব। নববর্ষের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার ও কাউন্সিলার মৌসুমী বসু চ্যাটার্জী।
এই উৎসবে মূলত আদিবাসী পুরুষ ও মহিলা'রা অংশগ্রহণ করেন, ঢাক ঢোল পিটিয়ে তাঁদের আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে বেশ জাঁকজমক করে পালিত হয় এই উৎসব। এদিন কাউন্সিলার মৌসুমী বসু চ্যাটার্জী কেও দেখা যায় আদিবাসী মহিলাদের সাথে তাঁদের আঞ্চলিক নৃত্যে পা মেলাতে ।।
Advertisement
একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...
ও সাহিত্যপত্র....
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Official Blogpost of Eknojore Hooghly Chuchura
Comments
Post a Comment