রাজেশ মন্ডল, হুগলী : শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত দাবির পর হুগলী চুঁচুড়ার জরাজীর্ণ ফায়ার স্টেশনের বদলে নবনির্মিত অত্যাধুনিক ফায়ার স্টেশন উদ্বোধন হলো আজ। আজ সকালে পাঙ্খাটুলি কাবেরীপাড়া অঞ্চলে নবনির্মিত ভবনটির দ্বারঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র,সাংসদ রত্না দে নাগ, বিধায়ক অসিত মজুমদার,ডি.জি. , চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, জেলা পরিষদের সভাপতি শেখ মেহবুব রহমান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এই অত্যাধুনিক ফায়ার স্টেশনটি মূলত ০.৬৩ কাটা জমির উপর নির্মিত হয়েছে। মোট ব্যায় হয়েছে ২ কোটি ৭৯ লক্ষ্য ৪ হাজার টাকা। এখন মোট পাঁচটি উন্নতমানের গাড়ি ও দুটি ফায়ার ফাইটার বাইক কাজ করবে, এছাড়াও থাকছে "ওয়াটার হাউজার"। যার ফলে কোনো বড় ধরনের দুর্ঘটনায় টানা ডের থেকে দু ঘন্টা জল দেওয়া সম্ভব হবে।।