Skip to main content

Posts

হুগলী-চুঁচুড়া শহরে নবনির্মিত দমকল ভবনের উদ্বোধন - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী : শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত দাবির পর হুগলী চুঁচুড়ার জরাজীর্ণ ফায়ার স্টেশনের বদলে নবনির্মিত অত্যাধুনিক ফায়ার স্টেশন উদ্বোধন হলো আজ। আজ সকালে পাঙ্খাটুলি কাবেরীপাড়া  অঞ্চলে নবনির্মিত ভবনটির দ্বারঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র,সাংসদ রত্না দে নাগ, বিধায়ক অসিত মজুমদার,ডি.জি. ,  চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, জেলা পরিষদের সভাপতি শেখ মেহবুব রহমান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এই অত্যাধুনিক ফায়ার স্টেশনটি মূলত ০.৬৩ কাটা জমির উপর নির্মিত হয়েছে। মোট ব্যায় হয়েছে ২ কোটি ৭৯ লক্ষ্য ৪ হাজার টাকা। এখন মোট পাঁচটি উন্নতমানের গাড়ি ও  দুটি ফায়ার ফাইটার বাইক কাজ করবে, এছাড়াও থাকছে "ওয়াটার হাউজার"। যার ফলে কোনো বড় ধরনের দুর্ঘটনায় টানা ডের থেকে দু ঘন্টা জল দেওয়া সম্ভব হবে।।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ চুঁচুড়া - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী:  চুঁচুড়ার মিয়ারবের রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন, পেনসিল ও জল তুলে দিলেন বিধায়ক অসিত মজুমদার ।  বিদ্যালয়ের বাইরে  প্রতীক্ষিত অবিভাবকদের বসার ব্যবস্থা সহ চা ও জলখাবারও সরবরাহ করা হয়। ১৫ নং ওয়ার্ডের বিধায়কের অনুগামীরা এই আয়োজন করেন। বিধায়ক অসিত মজুমদার এপ্রসঙ্গে জানান, অন্যদিকে এক অবিভাবক প্রভাত মুখার্জী জানান।।

তোলাফটক বাসন্তী পুজো কমিটির ৬২তম ক্রীড়া প্রতিযোগিতা - Janobarta Digital

রাজেশ মন্ডল: চুঁচুড়া তোলাফটক এম,জি রোড বাসন্তী মাঠ যুব সংঘের 62 তমবষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ টি ইভেন্টে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। বাচ্চা দের বিস্কুট দৌর, গুলি চামোচ, বোম্ববেলাট, কানামাছি, মেমোরি টেস্ট, মোমবাতি ধরানো ও যেমন খুশি তেমন সাজো। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভ্য সভ্যারা।।

ভাষা দিবসে পথ চলা শুরু বয়ন-এর ● Janobarta Digital

জনবার্তা ডিজিটাল : ভাষা দিবসের শুভলগ্নে পথ চলা শুরু করলো লিট্ল ম্যাগাজিন বয়ন। আজ চুঁচুড়া ভাষা শহীদ স্মারক মঞ্চে বিকালে এক ছোট্ট অনুষ্টানের মধ্যে দিয়ে প্রকাশ পায় এই পত্রিকা।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সনৎ দে, কবি সুদীপ্ত ভট্টাচার্য, কবি শংকর দাশ, কবি হরিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, কবি সম্মোহন চট্টোপাধ‍্যায়, কবি মৌমিতা মিত্র, কবি শুভদীপ দে, কবি রাজর্ষি বসু। পত্রিকার সম্পাদক কবি প্রদীপ গঙ্গোপাধ‍্যায় বলেন।।

২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস উদযাপন চুঁচুড়ায় - Janobarta Digital

জনবার্তা: আজ ২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস উদযাপিত হলো চুঁচুড়ায়। আজ সকালে চুঁচুড়া রূপনগর ঘাটে ভাষা আন্দোলনের শহীদদের সামনে রেখে ভাষা শহীদ স্মারকে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয়।  আজকের অনুষ্ঠানে চুঁচুড়ায় বুদ্ধিজীবী মহলের সদস্যরা সহ চুঁচুড়া'র পুরপ্রধান গৌরিকান্ত মুখোপাধ্যায়, উপ-পুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী সহ বিশিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে কবিতা, গান, আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে।।

পুলওয়ামা'য় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে মোমবাতির আলোয় আলোকিত চুঁচুড়া ঘড়ির মোড় - Janobarta Digital

পুলওয়ামা'য় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে শহরে একাধিক মৌন মিছিল।

"জওয়ানদের বলিদানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হবে" - হুগলী-চুঁচুড়া পুরসভার কর্মচারীবৃন্দ ◆ Janobarta Digital

রাজেশ মন্ডল: পুলওয়ামা'র জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালো হুগলীর চুঁচুড়া পুরসভার কর্মচারীবৃন্দ। আজ দুপুরে টিফিন আওয়ার্সে নিহিত সেনদের উদ্দেশ্যে মাল্য দান করা হয় এবং এদিন কালো ব্যাচ পরে কাজ করেন কর্মচারীরা। এরই মধ্যে পুরসভার কর্মচারীবৃন্দরা দাবি করেন "জওয়ানদের বলিদানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হবে" । এ প্রসঙ্গে বিস্তারিত পুরকর্মচারী সৌমিত্র সিংহ বলেন..।। দেখুন ভিডিও ।।

পুলওয়ামা'র জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালো চুঁচুড়া খাদিনামোড় অটো স্ট্যান্ড কমিটি - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল: পুলওয়ামা'র জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালো চুঁচুড়া খাদিনামোড় আটো স্ট্যান্ড কমিটি। আজ সন্ধ্যায় চুঁচুড়া খাদিনামোড় সংলগ্ন রাউন্ড পার্কে মোমবাতি জ্বেলে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো খাদিনামোড় টো স্ট্যান্ড কমিটি।  এছাড়াও, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অটো চালকরা। এ প্রসঙ্গে অটোচালক সুব্রত দাস বলেন....।। দেখুন ভিডিও ।।