Skip to main content

Posts

Showing posts from September, 2025

উন্মাদনা উপচে পড়লো তৃতীয় বর্ষের কবিতা উৎসবে

  একনজরে প্রতিবেদন: হুগলী চুঁচুড়া বইমেলা এবং সমকাল ও বিবৃতি পত্রিকার আয়োজনে তৃতীয় বর্ষের কবিতা উৎসবকে কেন্দ্র করে এক মিলনের পরিবেশ সৃষ্টি হলো ১৪ সেপ্টেম্বর। এবারে কবিতা উৎসব পালিত হয় ব্যান্ডেল এয়ার ও লাইট মঞ্চে।একসাথে দুটি মঞ্চে মোট ১৭০ জন কবি কবিতা পাঠ করেন। সেই সাথে ছিলো কবিতা বিষয়ক আলোচনা। অধ্যাপক ও কবি সুমন গুণ এ আই ও বর্তমান কবিতা এই বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা করেন।নতুন প্রজন্মের কবিদের কথা ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এই বিভাগে তরুণ কবি অদিতি রায় ও সৌমাভ দত্ত র আলোচনা উপস্থিতি শ্রোতাদের মুগ্ধ করে।অনুষ্ঠান প্রসঙ্গে বইমেলার সম্পাদক গোপাল চাকী বলেন কবিতা নিয়ে এই যে সারাদিন যাপন তা একমাত্র এই শহর দেখাতে পারে।এবং এই উন্মাদনা অনেকদিন পর্যন্ত আমাদের বহন করে যেতে হবে তা নিশ্চিত।